তারকাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট
Published: 25th, March 2025 GMT
ব্যাট-বল হাতে নিয়ে পুরোদস্তুর ক্রিকেটার হয়ে মাঠে নামছেন শোবিজ অঙ্গনের তারকারা। তারকাদের নিয়ে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি)’-এর আয়োজন করা হয়েছে। তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে, আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।
সোমবার (২৪ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এসএস স্পোর্টস। উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটান্স নামে চারটি দল ঘোষণা করা হয়। ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) হারল্যান, স্বপ্নধরা, গোল্ডস্যান্ডস গ্রুপসহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্টস হিসেবে অংশ নিচ্ছেন। ক্রীড়া ইভেন্টটির পাওয়ার্ড বাই স্পনসর আকিজ এয়ার, জার্সি স্পনসর জেভিকো ইলেকট্রনিক্স লিমিটেড, ইভেন্ট পার্টনার এইস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন। এছাড়াও টি-স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ২৪ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। দিবারাত্রির ম্যাচগুলো ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হবে। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। অন্যদিকে, ২ টি প্র্যাকটিস ম্যাচ থাকবে। তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি দেবে ভারত ক্রিকেট দলের নতুন স্পনসর
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শিগিশিরই নতুন স্পনসর পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে, যা আগের স্পনসর ড্রিম১১–এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি। ড্রিম১১ ম্যাচপ্রতি বিসিসিআইকে ৪ কোটি রুপি দিত।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। এই সময়ে ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে। বোর্ড শিগগিরই প্রধান স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ার্সের নাম ঘোষণা করবে।
ক্রিকবাজ জানতে পেরেছে, সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পনসর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে টাকার অঙ্কে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি।
অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই