কিলিং মিশনে অংশ নেয় পাঁচজন, পরিকল্পনাকারী গ্রেপ্তার
Published: 26th, March 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের পর রাজধানীর গুলশান-বাড্ডা এলাকার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে মেহেদী ও রবিন নামের দুটি সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে ডিশ ব্যবসায়ী সুমন মিয়াকে হত্যা। মেহেদী গ্রুপের প্রধান মেহেদীর নির্দেশে সুমনকে হত্যার পরিকল্পনা করে বড় সাঈদ। এ কিলিং মিশনে অংশ নেয় পাঁচজনের ‘কিলার গ্রুপ’। পরিকল্পনা অনুযায়ী ২০ মার্চ সুমনের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে তারা।
এ ঘটনার মূল হোতা ওয়াসির মাহমুদ সাঈদ ওরফে বড় সাঈদ এবং কিলার মামুন ওরফে বেলালকে গ্রেপ্তারের পর বুধবার এসব তথ্য জানায় র্যাব।
সংস্থাটি আরও জানায়, ঘটনার ৮–১০ দিন আগে বড় সাঈদের নির্দেশে বিল্লাল ও মামুনের নেতৃত্বে মেহেদী গ্রুপের ৪–৫ জন সন্ত্রাসী নিয়ে কিলার গ্রুপ গঠন করা হয়। তারা প্রতিদিন সুমনের চলাফেরা পর্যবেক্ষণ করতো। ঘটনার দিন সন্ধ্যায় সাঈদের বাসায় মিটিং করে কিলার গ্রুপ এবং তার বাসা থেকে অস্ত্র নিয়ে গুলশান এলাকায় যায়। ওই রাতে গুলশান-১ পুলিশ প্লাজার সামনে সুমনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সুমনের মৃত্যু নিশ্চিত করেই পালিয়ে যায় সন্ত্রাসীরা।
র্যাব ১–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সালমান নূর আলম জানান, রাজধানীর গুলশান ও বনানী এলাকার ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়াকে গুলশান-১ পুলিশ প্লাজার সামনে প্রকাশ্যে অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী পরদিন গুলশান থানায় হত্যা মামলা করেন।
তিনি জানান, মঙ্গলবার র্যাব ৮–এর সহযোগিতায় হত্যাকাণ্ডের মূল হোতা বড় সাঈদকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাঈদ জানান, বেলালসহ আরও কয়েকজন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়। তার দেওয়া তথ্যমতে ওইদিন রাতেই বেলালকে গাজীপুর টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
র্যাব ১–এর এ কর্মকর্তা বলেন, বড় সাঈদের মাধ্যমে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বিগত কয়েক বছর গুলশান ও বাড্ডা এলাকায় চাঁদাবাজি করে আসা মেহেদী। ৫ আগস্ট সরকার পতনের পর মেহেদী পালিয়ে যায়। এরপর তার বাহিনীর সদস্যরা বড় সাঈদের মাধ্যমে ওই এলাকায় চাঁদা আদায় করে আসছিলেন। কিন্তু রবিন গ্রুপের হয়ে সুমন গুলশান–বাড্ডা এলাকায় চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির নিয়ে মেহেদী গ্রুপের সঙ্গে রবিন গ্রুপের সুমনের বিরোধের সৃষ্টি হয়। এতে সুমনকে হত্যা করার পরিকল্পনা করে সাঈদ।
নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার বাবার নাম মাহফুজুর রহমান। তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হত য স ঈদ র স মন র এল ক য় স মনক ঘটন র
এছাড়াও পড়ুন:
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।