বুয়েনস এইরেসে মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। জিতেছে ৪-১ গোলে। আসুন, পরিসংখ্যানের আলোয় জেনে নেই, ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার এই জয় কতটা ঐতিহাসিক—৪

বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দল হিসেবে ব্রাজিলের জালে চার গোল করল আর্জেন্টিনা।

সবচেয়ে বাজে

বিশ্বকাপ বাছাইয়ে এটাই সবচেয়ে বাজে হার ব্রাজিলের। ২০০০ সালে বিশ্বকাপ বাছাইয়ে চিলির কাছে ৩-০ গোলে হারকে ছাপিয়ে গেছে দরিভাল জুনিয়রের ব্রাজিল।

আরও পড়ুনরাফিনিয়াকে চোখ রাঙিয়ে ফার্নান্দেজ বললেন, এই জয় বাংলাদেশের জন্যও৮ ঘণ্টা আগেজোড়া হার

বিশ্বকাপ বাছাইয়ে এক সংস্করণে এই প্রথম আর্জেন্টিনার কাছে দুটি ম্যাচই হারল ব্রাজিল। অন্যভাবে বললে, বিশ্বকাপ বাছাইয়ের এক সংস্করণে প্রথম দল হিসেবে ব্রাজিলকে দুই ম্যাচেই হারাল আর্জেন্টিনা।

মনুমেন্তালে ঐতিহাসিক হার মেনে নিতে হয় ব্রাজিলকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ