রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে রুনা। তাঁর জীবন এক ভয়াবহ মোড় নেয়, যখন সে অফিসে টাকাভর্তি একটি লুকানো বাক্স পান। আকাঙ্ক্ষা ও লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সেই বাক্স নিয়ে নেন। সেই বাক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তাঁর জীবনে। সাত পর্বের ব্ল্যাক কমেডি ঘরানার সিরিজ ‘জিম্মি’তে আশফাক নিপুণ এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন। হইচইতে আজ সকালেই মুক্তি পেয়ে গেছে ‘জিম্মি’।

সিরিজটিতে প্রধান চরিত্রে, অর্থাৎ রুনা লায়লা চরিত্রে রয়েছেন জয়া আহসান।

‘জিম্মি’র ট্রেলারে জয়া আহসান। হইচই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্পেসস্যুট যখন ফ্যাশন

ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ