মারা গেছেন জনপ্রিয় বলিউড তারকা মনোজ কুমার
Published: 4th, April 2025 GMT
বলিউডের চর্চিত ‘মেরি দেশ কি ধারতি’ গানটি তিনি পর্দায় পরিবেশন করেছিলেন। দেশাত্মবোধক সিনেমায় তাঁর অভিনয় সব সময় আলোচনায় ছিল। শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খবর হিন্দুস্তান টাইমসের
জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি একসময় হৃদ্রোগে আক্রান্ত হন। এ ছাড়া লিভার সিরোসিস ছিল মনোজ কুমারের। এই দুইয়ের কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে বলেই হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে।
অভিনেতার মৃত্যুর সময় পাশে ছিলেন ছেলে কুণাল। বাবার মৃত্যুর খবর জানিয়ে বার্তা সংস্থা এএনআইকে কুণাল বলেন, ‘ভোর সাড়ে তিনটায় আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। তবে তিনি সবকিছুর সঙ্গে কঠিন লড়াই করেছেন। শনিবার সকালে শেষকৃত্য সম্পন্ন হবে। আর দুই মাস পর তিনি ৮৮তম জন্মদিন পালন করতেন।’ অভিনেতার ছেলে জানান, বয়সকালে তিনি নাতি-নাতনিদের সঙ্গে বেশি সময় কাটাতেন। ভীষণ আনন্দে ছিলেন। শুধু বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
তিনি দেশভক্তির সিনেমা বানিয়েছেন, দেশভক্তির গান বানিয়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে