প্রবাসে মৃত্যু বরণকারি রেমিটেন্স যুদ্ধা নারী বন্দরে পিংকি আক্তারের পাঠানো ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় যৌতুক লোভী স্বামী বাদল মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নিহতের বড় বোন আঁখি আক্তার বাদী হয়ে যৌতুক লোভী স্বামী বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে,  গত ১২ বছর পূর্বে বন্দর থানার দেওলী চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার মেয়ে পিংকি আক্তারের সাথে সুদূর  কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গাড়মাছুয়া গ্রামের সাঈদ ফকিরের ছেলে বাদল মিয়ার সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়।

বর্তমানে তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বাদল মিয়া তার স্ত্রী পিংকি আক্তারকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল ।

এক পর্যায়ে পাষান্ড স্বামী বাদল মিয়া যৌতুকের টাকা পুষিয়ে নেওয়ার জন্য বিয়ের ৫ বছর পর  পিংকি আক্তারকে দুবাই পাঠায় তার স্বামী ।

সেখানে দীর্ঘ ২ বছর প্রবাসে থাকা কালিন সময়ে প্রবাসী  পিংকি আক্তার ১০ লাখ টাকা যৌতুক লোভী স্বামীর হাতে তুলে দেয়। যৌতুক লোভী স্বামী ওই টাকা দিয়ে তার দেশের বাড়িতে বসত বাড়ী নির্মান, মোটর সাইকেল, অটো গাড়ী ক্রয় করে। পরে প্রবাসী পিংকি বেগম দুবাই প্রবাসে জীবন যাপন করে দেশে চলে আসে।

পরবর্তীতে গত ২ মাস ৬ দিন পূর্বে প্রবাস ফেরৎ পিংকি আক্তারকে তার  ইচ্ছার বিরুদ্ধে তার স্বামী তাকে জোধপূর্বক আবারো সৌদি আরবে পাঠায়। সেখানে প্রবাস জীবনযাপনকালে গত ২এপ্রিল তারিখে দিবাগত রাত ১২.

৩৭ ঘটিকার সময় স্টোকে আক্রন্ত হয়ে সৌদি আরবে একটি হাসপাতালে মৃত্যুবরন করে।

বিষয়টি সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা আমার বোনের মৃত্যুর সংবাদ আমাদের জানালে আমরা সাথে সাথে বিষয়টি ছোট বোনের স্বাসী বাদলকে অবগত করলে বাদল মিয়া নানা ভাবে তালবাহানা করে কোন কর্ণপাত না করে উল্টো মৃত্যুবরণকারি প্রবাসী নারী স্বজনদের  বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রর্দশন করে।

যৌতুক লোভী স্বামী কাছ থেকে কোন রকম সহযোগিতা না পেয়ে নিহত প্রবাসী স্বজনরা  প্রবাসী মন্ত্রনালয়ে লাশ ফেরত পাওয়ার জন্য লিখিত ভাবে  আবেদন করে। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব দল ম য় প রব স

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ