Samakal:
2025-08-01@13:47:29 GMT

একটি করে টেস্টে রানা-তাসকিন

Published: 6th, April 2025 GMT

একটি করে টেস্টে রানা-তাসকিন

যে কোনো সিরিজের দল নির্বাচনের আগে মেডিকেল বিভাগ থেকে ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট নিয়ে থাকেন নির্বাচকরা। জিম্বাবুয়ে সিরিজের দল চূড়ান্ত করার আগে মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। আজ রিপোর্ট তৈরি করে দেওয়া হতে পারে। এখানে মূলত তাসকিন আহমেদের ফিটনেস দেখা হবে। 

গোড়ালি ও কাঁধের সমস্যা পর্যালোচনা করা হবে বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাসকিন ও রানার ‘ওয়ার্ক লোড’ ম্যানেজ করতে বেছে বেছে টেস্ট খেলানোর জন্য মেডিকেল বিভাগ থেকে সুপারিশ করা হবে বলে জানান দেবাশীষ। জিম্বাবুয়ে সিরিজেও এ দুই ফাস্ট বোলারকে একটি করে টেস্ট ম্যাচ খেলানোর পরামর্শ দিতে চান তারা। 

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের দেওয়া পরিকল্পনা মেনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ফাস্ট বোলাররা। ঢাকা লিগেও রানাকে পরিকল্পনা দেওয়া হয়েছে। এ কারণে লিগে মাত্র চারটি ম্যাচ খেলেছেন তিনি। অথচ তাঁর দল আবাহনী খেলেছে আটটি ম্যাচ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফাস্ট বোলার তাসকিন খেলেছেন তিনটি ম্যাচ। গোড়ালিতে সোয়েলিং ঠেকাতে অনুশীলনও করছেন না তিনি। 

দেবাশীষ চৌধুরী বলেন, ‘পেস বিভাগে রানা ও তাসকিনের ব্যাপারে আমরা সতর্ক। রানার বয়স কম, পেশির উন্নতির ব্যাপার আছে। তাঁকে ঝুঁকিমুক্ত রাখতে হলে বেছে বেছে ম্যাচ খেলাতে হবে। সব টেস্ট খেলানো উচিত হবে না। তাসকিনের ইনজুরি পুরোনো। সে ম্যানেজ করে খেলে। তারা যেহেতু তিন সংস্করণ খেলে, তাই টেস্ট অলটারনেট করে খেলানোর পরামর্শ থাকবে আমাদের দিক থেকে। কাল তাসকিন মেডিকেলে আসবে, তাকে দেখার পর রিপোর্ট দেওয়া হবে। সে পুরো ফিট থাকলেও একটি করে টেস্ট খেলানোর কথা বলা হবে।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলবেন রানা। কারণ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি। মেডিকেল রিপোর্ট নেওয়ার আগেই এ সিদ্ধান্ত হয়। রানা ২০ থেকে ২৪ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে ২৬ তারিখ পাকিস্তান যাবেন পেশোয়ার জালমির হয়ে খেলতে। টাইগার এ ফাস্ট বোলার প্রথমবার বিদেশি লিগে খেলার সুযোগ পাওয়ায় বিসিবি আপত্তি করেনি। লিটন কুমার দাস, রিশাদ হোসেনের সঙ্গে তাঁকেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে লিগে রানার শেষ ম্যাচ আজ। বিসিবির মেডিকেল বিভাগের পরামর্শ অনুসরণ করা হলে রানা প্রথম টেস্ট খেললে তাসকিন দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। তবে তাসকিন চাইলে এবং টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে দুই টেস্টেই খেলতে পারেন অভিজ্ঞ এ ফাস্ট বোলার। বিষয়টি নির্ভর করছে তাঁর সিদ্ধান্তের ওপর। 

গোড়ালির সমস্যা এবং লিগে ম্যাচ না খেলার কারণ জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘গোড়ালির সোয়েলিং পুরোনো সমস্যা। টেস্ট সিরিজ থাকায় লিগে ম্যাচ খেলছি না। আমার এ ছাড়া কোনো ইনজুরি নেই।’ জাতীয় দল নির্বাচক প্যানেল ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন টেস্ট সিরিজ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। কাল ঢাকায় পৌঁছাবেন প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর উপস্থিতিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ