কারাগারে যেসব সুবিধা পাওয়ার কথা, তা পাচ্ছেন না অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। এ নিয়ে ইমরান খান ইসলামাবাদের একটি বিশেষ আদালতে এবং বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন।

আবেদনে ইমরান খান যুক্তরাজ্যে বসবাসরত তাঁর দুই ছেলে কাসিম খান ও সুলেমান খানের সঙ্গে মুঠোফোনে ও ভিডিও বলে কথা বলার অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্মকর্তারা ছেলেদের সঙ্গে তাঁকে টেলিফোনে যোগাযোগ করতে দিচ্ছেন না। এমনকি গত মাসে পবিত্র ঈদুল ফিতরের সময়ও তিনি কথা বলতে পারেননি। যদিও কারা আইন অনুযায়ী সপ্তাহে ২০ মিনিট কথা বলার অনুমতি আছে।

এ ছাড়া বুশরা বিবি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সাবেক ফার্স্ট লেডি হওয়ার কারণে তাঁর একটি সামাজিক মর্যাদা আছে। এ কারণে তাঁর কারাগারে উন্নত সুযোগ–সুবিধা পাওয়ার কথা। কিন্ত কারা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করলেও তাতে সাড়া পাওয়া যায়নি। তাই তিনি চান যে আদালত এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন।

উল্লেখ্য, ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন। একই মামলায় গত ১৭ জানুয়ারি পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন খ ন কর ছ ন

এছাড়াও পড়ুন:

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন, মানবিকতা ও ধর্মীয় সহাবস্থানের চিত্র নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নয়া মানুষ’। প্রশংসিত এই চলচ্চিত্র জায়গা করে নিয়েছে ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসরে। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের এই আলোচিত চলচ্চিত্রটি। 

৭ দিনব্যাপী এ উৎসবে মিসর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’, যা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে উৎসবে। 

আরো পড়ুন:

দুই গায়িকার পাল্টাপাল্টি অভিযোগ, দ্বন্দ্ব চরমে

সমালোচনা নিয়ে মুখ খুললেন ভাবনা

২০২৪ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘নয়া মানুষ’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। আ. মা. ম. হাসানুজ্জমানের লেখা ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য লিখেন মাসুম রেজা। 

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। 

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে গল্পকার ও অভিনেতা আ. মা. ম. হাসানুজ্জমান বলেন, “আমি যখন গল্পটি লিখি, তখন এত কিছু ভাবিনি। কিন্তু চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। ‘নয়া মানুষ’ ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের প্রকৃত দর্শন তুলে ধরছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।” 

চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে—এটা আমার জন্য গর্বের বিষয়। কাশ্মীর ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে, যা দেশের চলচ্চিত্রের জন্যও একটি বড় সাফল্য।” 

চাঁদপুরের দুর্গম কানুদীর চরে চিত্রগ্রহণ করা হয়েছে চলচ্চিত্রটির। চিত্রগ্রহণ পরিচালনা করেছেন কমল চন্দ্র দাস। সিনেমাটির সংগীতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়। 

মানবতার বার্তা, ধর্মীয় সহনশীলতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধন নিয়ে ‘নয়া মানুষ’ এবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিচ্ছে শান্তি ও সহমর্মিতার বার্তা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ