দেখতে পলিথিন ব্যাগের মতোই। কিন্তু সাদা এই ব্যাগের ওপর বড় করে লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক’। এই বার্তার নিচেই লেখা—‘১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’। পবিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সুপারশপ ‘স্বপ্ন’-তে বাজার করতে গিয়ে এমন ব্যাগ দেখা গেছে। এই ব্যাগে পণ্য নিয়ে বাসায় ফিরছিলেন ক্রেতারা। পলিথিন ব্যাগের মতো ক্ষতিকর নয় এবং পরিবেশবান্ধব দাবি করে সম্প্রতি বাজারে এসেছে এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ।

স্বপ্নে সরবরাহকারী বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পচনশীল প্লাস্টিক ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইকোস্পিয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি জানিয়েছে, তাদের ব্যাগ বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল (মাটিতে মিশে সার হয়ে যায়)। তাদের এই পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষায় পরিবেশবান্ধব হিসেবে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ইএন-১৩৪৩২ স্ট্যান্ডার্ডে (ভলান্টারি স্ট্যান্ডার্ড) আছে।

এই ব্যাগের ওপর লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক। ১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য় ড গ র ড বল পর ব শ

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ