বাজারে নতুন ‘পরিবেশবান্ধব’ প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য কতটা ভালো
Published: 10th, April 2025 GMT
দেখতে পলিথিন ব্যাগের মতোই। কিন্তু সাদা এই ব্যাগের ওপর বড় করে লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক’। এই বার্তার নিচেই লেখা—‘১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’। পবিত্র ঈদুল ফিতরের আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সুপারশপ ‘স্বপ্ন’-তে বাজার করতে গিয়ে এমন ব্যাগ দেখা গেছে। এই ব্যাগে পণ্য নিয়ে বাসায় ফিরছিলেন ক্রেতারা। পলিথিন ব্যাগের মতো ক্ষতিকর নয় এবং পরিবেশবান্ধব দাবি করে সম্প্রতি বাজারে এসেছে এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ।
স্বপ্নে সরবরাহকারী বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বা পচনশীল প্লাস্টিক ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইকোস্পিয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি জানিয়েছে, তাদের ব্যাগ বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল (মাটিতে মিশে সার হয়ে যায়)। তাদের এই পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পরীক্ষায় পরিবেশবান্ধব হিসেবে ছাড়পত্র পেয়েছে। এ ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ইএন-১৩৪৩২ স্ট্যান্ডার্ডে (ভলান্টারি স্ট্যান্ডার্ড) আছে।
এই ব্যাগের ওপর লেখা—‘আই অ্যাম নট প্লাস্টিক। ১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, মেড ফ্রম প্ল্যান্টস, মেড ইন বাংলাদেশ’.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য় ড গ র ড বল পর ব শ
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল