মেসি না রোনালদো, কার ভক্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ?
Published: 11th, April 2025 GMT
দেশের ক্রীড়াঙ্গনকে তারুণ্যের শক্তিতে এগিয়ে নিতে স্বপ্ন দেখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টার পরিচয়ের বাইরে তিনিও একজন খেলার বড় ভক্ত। ছোটবেলা থেকেই খেলার প্রতি ভালোবাসা তার, যা কখনও কখনও বাসায় আদুরে শাসনের কারণও হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আসিফ মাহমুদ। আয়োজনের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে তার প্রিয় খেলা ও খেলোয়াড়ের প্রসঙ্গ।
সরাসরি জানিয়ে দেন, ফুটবলই তার সবচেয়ে প্রিয় খেলা। আর প্রিয় খেলোয়াড়? একটুও না ভেবে বলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদো ভক্ত হলেও আসিফ মাহমুদের প্রিয় দল ব্রাজিল। যদি কখনও সুযোগ পেতেন ক্রীড়াবিদ হওয়ার, তবে ফুটবলকেই পেশা হিসেবে বেছে নিতেন বলেও জানান তিনি।
ছোটবেলায় খেলাধুলা করতে গিয়ে বাসায় মার খেয়েছেন কি না এমন মজার প্রশ্নের জবাবে হাসিমুখে আসিফ মাহমুদ বলেন, ‘বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে, আমার মনে হয় শতভাগ না হলেও ৯৫ ভাগ মানুষই মার খেয়েছেন।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এসপ এ
এছাড়াও পড়ুন:
‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন।
তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।
উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে।
কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”
জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।
জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”
ঢাকা/রুমন/এস