১৩ বছর আগে বিলাসবহুল হোটেলে যা ঘটেছিল সাইফের সঙ্গে
Published: 12th, April 2025 GMT
নতুন বছরের শুরু থেকেই একটার পর একটা বিপদে সাইফ আলী খান। মাস কয়েক আগেই সাইফের বাড়িতে হামলা চালায় এক দুর্বৃত্ত। এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে আছে অভিনেতার। যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না, সঙ্গী ছিলেন কারিশমা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা। ঠিক কী ঝামেলায় জড়িয়েছেন সাইফ? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে
বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা। নিজেদের মধ্যে গল্পগুজবে মশগুল ছিলেন তাঁরা। তাঁদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামের এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ী।
সাইফ আলী খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত