সালাহর রেকর্ডে শিরোপা থেকে ৬ পয়েন্ট দূরে লিভারপুল
Published: 13th, April 2025 GMT
শনিবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আর্সেনাল ড্র করার পর শিরোপা জিততে লিভারপুলের প্রয়োজন ছিল ৭ ম্যাচে ৯ পয়েন্ট। আজ রোববার ওয়েস্ট হামের বিপক্ষে লিভারপুলের ২-১ গোলের জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্টের।
এখন নিজেদের পরের দুই ম্যাচে জিতলেই শিরোপা উদ্যাপন করবে লিভারপুল। অর্থাৎ লেস্টার সিটি এবং টটেনহামকে হারালেই ৪ ম্যাচ হাতে রেখে শিরোপা উদ্যাপনে মাততে পারবে অ্যানফিল্ডের ক্লাবটি। তবে আর্সেনাল পরের ম্যাচে ইপসউইচের কাছে হেরে গেলে, লিভারপুল আর একটি ম্যাচ জিতে আগামী রোববারই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে।
আজকের জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। অন্য দিকে লিভারপুলের বিপক্ষে হারের পর ৩২ ম্যাচে ৩৫ পয়েন্ট ১৭ নম্বর অবস্থানে থাকল ওয়েস্ট হাম।
আরও পড়ুনলিভারপুলের হাতে ট্রফি তুলে দিচ্ছে আর্সেনাল২০ ঘণ্টা আগেলিভারপুলের জয়ের রাতে লুইস দিয়াজের প্রথম গোলে সহায়তা করে নতুন একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান এখন সালাহর।
এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে সালাহ অবদান রেখেছেন ৪৫ গোলে (২৭ গোল ও ১৮ সহায়তা)। এর আগে ৪৪ গোলে অবদান রেখে সবার ওপরে ছিলেন থিয়েরি অঁরি ও আর্লিং হলান্ড।
লিভারপুলের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর স ন ল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে