নিজেদের ওয়েবসাইটে পোল খুলেছে উয়েফা। সেখানে প্রশ্ন করা হয়েছে, অ্যাস্টন ভিলা বনাম প্যারিস সেন্ট জার্মেই—সেমিফাইনালে উঠবে কে? এখন পর্যন্ত ৭৯% ভোট পড়েছে পিএসজির পক্ষে।

আসলে সেটাই তো হওয়ার কথা। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৩–১ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। এখান থেকে পিএসজিকে বিদায় করতে হলে ফরাসি চ্যাম্পিয়নদের আজ ফিরতি লেগে তিন গোলের ব্যবধানে হারাতে হবে ভিলাকে। উসমান দেম্বেলে–খিচা কাভারাস্কেইয়া–মার্কিনিওসরা যে ছন্দে আছেন, তাতে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে ফেলা আপাতত অসম্ভব মনে হচ্ছে।  

কিন্তু ওই যে কথায় আছে না ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’ উনাই এমেরির মধ্যে সেই বিশ্বাসটাই জন্মেছে। এ কারণেই সব পরিসংখ্যান তাঁর কাছে অগ্রাহ্য। অ্যাস্টন ভিলার এই স্প্যানিশ কোচ মনে করেন, নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে চমকে দেওয়ার সামর্থ্য তাঁর দলের আছে।

কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমেরি বলেছেন, ‘মঙ্গলবার ভিলা পার্কে আমরা নিজেদের ও সমর্থকদের জন্য খুব বিশেষ কিছু করতে যাচ্ছি। পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ ও সম্ভাবনা আমাদের আছে। অবশ্যই কাজটা কঠিন হতে চলেছে। কিন্তু ঘরের মাঠে নিজেদের শক্তিশালী ভাবতে হবে এবং যথাসম্ভব সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা দলীয় শক্তির সঙ্গে সমর্থকদের শক্তি সঞ্চার করব এবং তারপর সেরা ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব।’

অ্যাস্টন ভিলা ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে জায়গা করে নেবে বলে বিশ্বাস কোচ উনাই এমেরির.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল প এসজ

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ