সেই এনরিকে, সেই এমেরি এবং আরেকটি ‘বিশ্বাসে মিলায় বস্তু’র আশা
Published: 15th, April 2025 GMT
নিজেদের ওয়েবসাইটে পোল খুলেছে উয়েফা। সেখানে প্রশ্ন করা হয়েছে, অ্যাস্টন ভিলা বনাম প্যারিস সেন্ট জার্মেই—সেমিফাইনালে উঠবে কে? এখন পর্যন্ত ৭৯% ভোট পড়েছে পিএসজির পক্ষে।
আসলে সেটাই তো হওয়ার কথা। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৩–১ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পিএসজি। এখান থেকে পিএসজিকে বিদায় করতে হলে ফরাসি চ্যাম্পিয়নদের আজ ফিরতি লেগে তিন গোলের ব্যবধানে হারাতে হবে ভিলাকে। উসমান দেম্বেলে–খিচা কাভারাস্কেইয়া–মার্কিনিওসরা যে ছন্দে আছেন, তাতে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে ফেলা আপাতত অসম্ভব মনে হচ্ছে।
কিন্তু ওই যে কথায় আছে না ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’ উনাই এমেরির মধ্যে সেই বিশ্বাসটাই জন্মেছে। এ কারণেই সব পরিসংখ্যান তাঁর কাছে অগ্রাহ্য। অ্যাস্টন ভিলার এই স্প্যানিশ কোচ মনে করেন, নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে পিএসজিকে চমকে দেওয়ার সামর্থ্য তাঁর দলের আছে।
কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমেরি বলেছেন, ‘মঙ্গলবার ভিলা পার্কে আমরা নিজেদের ও সমর্থকদের জন্য খুব বিশেষ কিছু করতে যাচ্ছি। পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ ও সম্ভাবনা আমাদের আছে। অবশ্যই কাজটা কঠিন হতে চলেছে। কিন্তু ঘরের মাঠে নিজেদের শক্তিশালী ভাবতে হবে এবং যথাসম্ভব সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা দলীয় শক্তির সঙ্গে সমর্থকদের শক্তি সঞ্চার করব এবং তারপর সেরা ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব।’
অ্যাস্টন ভিলা ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে জায়গা করে নেবে বলে বিশ্বাস কোচ উনাই এমেরির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল