টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 16th, April 2025 GMT
টুথপেস্টের মতো তরল ব্যাটারি তৈরি করেছেন সুইডেনের লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নতুন প্রযুক্তির এ ব্যাটারি যেকোনো আকার ধারণ করতে পারে। এর ফলে ব্যাটারিটি ভবিষ্যতে পরিধানযোগ্য বৈদ্যুতিক যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও রোবট তৈরিতে কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসারণযোগ্য ব্যাটারি তৈরির জন্য অনেক বছর ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এবার কাগজ উৎপাদনের টেকসই উপজাত কন্ডাকটিভ প্লাস্টিক ও লিগনিনের ওপর ভিত্তি করে নমনীয় ব্যাটারি তৈরি করেছেন লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞান সাময়িকীতে নতুন এ ব্যাটারির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এরই মধ্যে নতুন প্রযুক্তির ব্যাটারির একটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, যা ৫০০ বারের বেশি রিচার্জ ও ডিসচার্জ করার পরও কার্যক্ষমতা বজায় রাখতে পারে। এই ব্যাটারি দ্বিগুণ দৈর্ঘ্যে প্রসারিত করা হলেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। আকারহীন ব্যাটারি কনফিগারেশন অর্জন করার কারণে পরবর্তী প্রজন্মের পরিধানযোগ্য ডিভাইসে নতুনত্ব আসবে। যদিও প্রোটোটাইপ ব্যাটারিটি বর্তমানে শিল্পে ব্যবহারের জন্য প্রস্তুত নয়। এটি কেবল ১ ভোল্ট সঞ্চয় করতে পারে, যা একটি স্ট্যান্ডার্ড গাড়ির ব্যাটারির ভোল্টেজের ৮ শতাংশের কম।
নতুন ব্যাটারির বিষয়ে বিজ্ঞানী আইমান রহমানুদ্দিন বলেন, ‘নমনীয় ব্যাটারি তৈরির ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। তবে আমরা ব্যাটারির ক্ষমতা অনমনীয়তার ওপর নির্ভরশীল নয় বলে প্রমাণ করেছি। নতুন উদ্ভাবিত টেক্সচারটি কিছুটা টুথপেস্টের মতো। ব্যাটারির উপাদান থ্রিডি প্রিন্টারে ব্যবহার করে ইচ্ছেমতো ব্যাটারির আকার দেওয়া যেতে পারে। এর মাধ্যমে নতুন ধরনের প্রযুক্তির দ্বার উন্মোচিত হবে।’
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।
টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।
অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ