কলকাতায় নিজের বাড়ি নেই কেন মিঠুনের?
Published: 17th, April 2025 GMT
‘ডিসকো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। টলিউড, বলিউডে সমান জনপ্রিয়। রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি। একজীবনে যশ-খ্যাতি সবই পেয়েছেন। পরিবার নিয়ে মুম্বাইয়ে নিজের বাড়িতে বসবাস করেন। ভারতীয় বাংলা সিনেমায়ও এখন নিয়মিত অভিনয় করছেন। ফলে মুম্বাই টু কলকাতা— যাওয়া আসার মধ্যে থাকেন।
মিঠুন চক্রবর্তী তার পর্দার নাম। প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৫০ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশালে তার জন্ম। তবে নদীয়া জেলায় তার শৈশব-কৈশোর কেটেছে। পরে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পাড়ি জমান। মজার ব্যাপার হলো, কলকাতায় মিঠুনের এখনো নিজের কোনো বাড়ি নেই। মুম্বাই থেকে কলকাতায় গেলে হোটেলে থাকেন এই অভিনেতা। কলকাতায় কেন বাড়ি নেই মিঠুনের?
কারণ ব্যাখ্যা করতে গিয়ে আড়ালের ঘটনাই সামনে এনেছেন মিঠুন। এ অভিনেতা বলেন, “দু-দুবার বাড়ি করার চেষ্টা করেছি। কিন্তু আমার সঙ্গে প্রতারণা করেছে মানুষ। ৮ লাখ রুপি পেতাম। মামলা করেছি। পাঁচ-ছ’লাখ এখনো ফেরত পাইনি।”
এক ঘটনা বর্ণনা করে মিঠুন চক্রবর্তী বলেন, “একবার টাকা নিয়েছে, বলেছে সব ক্লিয়ার আছে। যখন বাড়ি করতে গিয়েছি, বিডিও বলছেন, ‘এটা কার সই?’ বলেছি মালিকের, বললেন, ‘ওকে নিয়ে আসুন, জেলে পুরব, জালিয়াতি করেছে।’ মানে, আমাকে এমন সব ভুয়া কাগজপত্র দিয়েছে। সেজন্যই ভেবেছি, ভগবান বোধহয় চান না এখানে কিছু হোক!”
এসব তিক্ত অভিজ্ঞতার পর কলকাতায় বাড়ি করার ইচ্ছাটাই যেন মিটে গেছে মিঠুনের! কাজের প্রয়োজনে যতদিন কলকাতায় থাকতে হয়, ততদিন হোটেল কিংবা বন্ধুর বাড়িতেই থাকেন এই অভিনেতা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ