রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।

ঢাকার আকাশে বেলা সাড়ে ১১টার দিক থেকে মেঘের আনাগোনা শুরু হয়। বৃষ্টি শুরু হয় দুপুর সোয়া ১২টার দিকে। বেলা পৌনে একটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছু এলাকায় বৃষ্টি হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে।

এই বৃষ্টি ২০ এপ্রিল (রোববার) পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দেশজুড়ে একনাগাড়ে বৃষ্টি হবে না। বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে।

আজ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস গতকাল বুধবারই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এই পূর্বাভাসে বলা হয়েছিল, বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, পদ্মা তীরবর্তী কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, মানিকগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত বজ্রমেঘ রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। মেঘের একটি সেল আছে নোয়াখালী ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এ মেঘের বিস্তার আগামী ২ থেকে ৪ ঘণ্টা থাকতে পারে।

বৃষ্টিতে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন একজন। খামারবাড়ি, ঢাকা, ১৭ এপ্রিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সহ দ শ র ব ভ ন ন

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ