ঢাক-ঢোলের সঙ্গে নেচে, গেয়ে, আনন্দ আর শোভাযাত্রার মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। 

এর আগে, উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা ব্যান্ড পার্টির সঙ্গে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হলে সেখান থেকে এক আনন্দ মিছিল বের করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

জেলা প্রশাসক পদায়নে ৩ কোটি টাকা ঘুষের অভিযোগ 
একটি মহলের ষড়যন্ত্রের অংশ: নওগাঁর ডিসি

খুলনার জেলা প্রশাসককে প্রত্যাহার দাবিতে মানববন্ধন 

বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘‘বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের মধ্য দিয়ে দুপুরে প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজকের দিনটি বোদাবাসীর কাছে স্মরণীয় দিন। আমরা আনন্দ উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেল শুরু করেছি। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বোদাবাসীকে একটা মেসেজ দিতে চাই, আজকে বোদা উপজেলা বিএনপি যেমন তাদের নিয়ম শৃঙ্খলা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গতিশীল হয়েছে। এই গতিশীলের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসছে, তা থেকে আমরা আজ এই সম্মেলনে সবাই উপস্থিত হতে পেরেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে আজকে সংগঠনকে এগিয়ে নিচ্ছে, তারই একটি বহিঃপ্রকাশ আজকের এই সম্মেলন।’’ 

অন্য বক্তারাও দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে প্রথম অধিবেশনে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় শুরু হলে ৭১০ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান খলিল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন জাকির হোসেন, মিনহাজ। দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার আগে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সর্বশেষ ২০০৬ সালে বোদা উপজেলা বিএনপির সম্মেলন হয়। নানা প্রতিকূল পরিস্থিতি পার করে দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন হচ্ছে। 

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ