কু‌ড়িগ্রা‌মে পাওনা টাকা‌ নিয়ে বিরোধের জেরে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার ছুরিকাঘাতে এক মসলা বি‌ক্রেতা নিহত হ‌য়ে‌ছেন। 

রবিবার (২৭ এপ্রিল) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে আজ দুপু‌রে উলিপুর উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় ঘটনাটি ঘ‌টে। 

নিহত ব‌্যক্তির নাম মাহবুল হো‌সেন (৪৪)। তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে। অভিযুক্ত আলেপ উদ্দিন (৫১) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

আরো পড়ুন:

৫১৭ মামলা প্রত্যাহারের সুপা‌রিশ, তালিকা প্রকাশ কর‌বে আইন মন্ত্রণালয়

যশোরে ব্যবসায়ী অপহরণের ১ মাস পর মামলা, গ্রেপ্তার ২

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, নিহত মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রি ক‌রতেন, আলেপ উদ্দিনও গ্রা‌মে ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রি ক‌রেন। তাদের ম‌ধ্যে বন্ধুত্ব গড়ে ও‌ঠে। এরই ‍সুবাদে মাহবুল টাকা ধার নেন আলেপ উদ্দি‌নের কা‌ছ থেকে। আজ আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাচ্ছিলেন। এসময় তার পথ‌রোধ করা হয়। প‌রে পাওয়া টাকাকে কেন্দ্র ক‌রে উভ‌য়ের ম‌ধ্যে কথা কাটাকাটি হয়। আপেল উদ্দিন তার হাতে থাকা চাকু দি‌য়ে মাহবুলকে আঘাত করেন। স্থানীয়রা মাহবুল‌কে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্ত‌কে গ্রেপ্তার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য কু‌ড়িগ্রাম ম‌র্গে র‌য়ে‌ছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত ম হব ল

এছাড়াও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হবে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়েছে। ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ২ ঘণ্টা আগে

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে। ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://ku.ac.bd -তে পাওয়া যাবে।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যোপান্ত০১ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ