হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
Published: 28th, April 2025 GMT
হজযাত্রীদের সেবা সহজ করার জন্য প্রস্তুত করা মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অ্যাপ উদ্বোধন করা হয়।
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এ অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, ধর্ম-কর্ম পালনে সহায়ক হওয়ায় এবং স্বাস্থ্যসেবাসহ নানা ফিচার থাকায় এ অ্যাপ হাজিদের একাগ্রচিত্তে হজ পালনে মস্ত বড় অবদান রাখবে।
চলতি বছর পবিত্র হজ পালনের শুরু থেকে বাংলাদেশিরা এ অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে যেন মানুষ হজে যাওয়ার চিন্তা-ভাবনার পর্যায় থেকেই এ অ্যাপ ব্যবহার করে হজযাত্রাকে সহজ করতে পারেন, সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে উন্নত তাদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশ এ ধরনের ব্যবস্থা নেই, সেসব দেশকে বিনামূল্যে আমাদের অ্যাপটির কারিগরি দিক জানানোর উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতে ‘লাব্বাইক’ অ্যাপকে আরো সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন তিনি।
এ অ্যাপ চালু হওয়ায় বাংলাদেশিদের হজ পালন সহজতর করার পাশাপাশি সৌদি আরবে চলাফেরাও ঝামেলামুক্ত হবে।
‘লাব্বাইক’ অ্যাপ তৈরির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এ অ্যাপের পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধাও উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্ম উপদেষ্টা ড.
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ হাসিব (২৬)। আজ সোমবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার একটি নালা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। হাসিব একই এলাকার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, নালায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই নারী তাঁর প্রবাসী স্বামীকে বিদেশে তালাকনামা পাঠান এবং দুজন বিয়ে করে নেন। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি বিদেশ থেকে গত সপ্তাহে দেশে ফেরেন। এরপর তিনি ওই নারীকে সংসারে ফেরানোর চেষ্টা করেন এবং হাসিবকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেন।
ওসি মোহাম্মদ সোলাইমান আরও বলেন, শেষে প্রবাসী ব্যক্তি হাসিবের বাসায় গিয়ে তাঁকে ডেকে স্থানীয় সংগীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যান।
নিহত হাসিবের ভাই মোহাম্মদ সাইফ প্রথম আলোকে বলেন, ‘অন্যায় করলে বিচার হবে। কিন্তু জলজ্যান্ত মানুষকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে খুন করতে পারে না। হত্যাকারীদের ফাঁসি চাই।’