Prothomalo:
2025-05-01@00:31:52 GMT

‘দাগি’ আসলে কেমন সিনেমা

Published: 29th, April 2025 GMT

বেশ কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে নির্মিত সিনেমাগুলো নিয়েই বেশি আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে, যা সত্যিই সিনেমাশিল্পের জন্য আশাব্যঞ্জক। এবারের ঈদে মুক্তি পাওয়া একদম সামাজিক ও পারিবারিক সিনেমা ‘দাগি’র নানা দিক নিয়ে আলোচনায় আসা যাক।
দাগি আসামির সাজা খাটার পর স্বাভাবিক জীবনে ফিরে আসাকেন্দ্রিক আত্মপীড়া, অনুকম্পা ও অনুশোচনাকে উপজীব্য করে সিনেমার কাহিনি। দীর্ঘদিন পরে দর্শকেরা এমন একটি সিনেমা দেখতে পাচ্ছে, যেটা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। ভরপুর গালাগাল ও অশ্লীল সংলাপ ব্যবহারের প্রবণতাকে বাদ দিয়ে স্বাভাবিক ভাষা ব্যবহারের জন্য এ সিনেমাটি ভবিষ্যতে অনেক নির্মাতাদের আলাদাভাবে পথ দেখাবে। দৈনন্দিন সাধারণ মানুষের ব্যবহৃত ভাষা ও সব বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংলাপের বিন্যাসে পরিচালক অনবদ্য মুনশিয়ানা দেখিয়েছেন। এই সিনেমায় অর্থপূর্ণ হিন্দু ও উর্দু শায়েরি যেভাবে যুক্ত করা হয়েছে, সেটা সম্ভবত আর কোনো বাংলা সিনেমায় আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না, যা সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এদিকে ‘দাগি’ সিনেমার চিত্রনাট্য বেশ অভিনব হয়েছে, যা নিছক প্রেম, কাল্পনিক কাহিনি, ভিলেন, কাটাকাটি ও মারামারির গল্প থেকে সম্পূর্ণ আলাদা। প্রায় পুরোপুরি বাস্তবধর্মী ও কল্পনাবিহীন এই সিনেমা নিশ্চিতভাবেই দর্শকদের আলাদাভাবে ভাবতে শেখাবে। মনস্তাত্ত্বিক ও ধীরগতির এমন ছায়াছবিতে অ্যাকশনধর্মী সিনেমার মতো টান টান উত্তেজনা বা ক্লাইম্যাক্স বা টুইস্ট না থাকলেও দর্শকের মনোজাগতিক ভাবনার যথেষ্ট খোরাক জোগাবে।

‘দাগি’ চলচ্চিত্রে বাক্‌প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্। প্রযোজনা সংস্থার সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)

পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।

টেনিস

মাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫

পিএসএল

মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি

লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি

আইপিএল

রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

ইউরোপা লিগ: সেমিফাইনাল

বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১

কনফারেন্স লিগ: সেমিফাইনাল

জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ