বলিউডের প্রভাবশালী অভিনেতাদের তালিকায় অনায়াসে জায়গা করে নেবেন পরেশ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মিমের জগতে পরেশের জনপ্রিয়তা অন্য মাত্রার। তাঁর অভিনীত সিনেমার দৃশ্যগুলো নিয়মিতই দেখা মেলে ফেসবুকের রিলস, মিম এমনকি টেলিভিশনের পর্দায়ও। হেরা ফেরি, দে দানা দান, আন্দাজ আপনা আপনার মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। আর সেই পরেশই কি না একসময় টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন পরেশ। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় দুই দশক আগে, রাজকুমার সন্তোষীর ঘটক সিনেমার শুটিং চলাকালে। শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর আঘাত পান পরেশ, তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। হাঁটুর চোটে পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান এই অভিনেতা। তাঁকে দেখতে আসেন অভিনেতা অজয় দেবগনের বাবা, খ্যাতনামা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। হাঁটুর চোট সামলানোর এক অদ্ভুত উপায় বাতলে দিয়ে যান তিনি।

পরেশ রাওয়ালের ভাষায়, ‘বীরু (দেবগন) একদিন হাসপাতালে এসে বললেন, “প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের মূত্র পান করো। দেখবে সব ঠিক হয়ে যাবে। সিনেমার সব ফাইটাররাই খায়। কোনো সমস্যা হবে না। শুধু সকাল সকাল মূত্র পান করো।” সেই সঙ্গে দিয়েছিলেন খাদ্যতালিকায় পরিবর্তনের পরামর্শও। ছিল অ্যালকোহল, সিগারেট, খাসির মাংস থেকে দূরে থাকার পরামর্শ। অন্তত যতদিন “ইউরিন থেরাপি” চলে।’

বীরু দেবগনের পরামর্শ পরেশ রাওয়াল তেমন আমলে নেননি তখন। ভেবেছিলেন, এটা কখনো সম্ভব নাকি! একদিকে হাঁটুর চোটে বিছানা থেকে উঠতে পারছেন না, অন্যদিকে বীরুর পরামর্শ। অবশেষে ব্যথা থেকে মুক্তি পেতে শরণাপন্ন হন নিজের মূত্রের!

পরেশের ভাষায়, ‘পরে সিদ্ধান্ত নিলাম, মূত্র যদি পান করতেই হয়, ছোট ছোট চুমুকে পান করব। একেবারে পান করব না।’

তারপর টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছেন পরেশ। তারপর কী হলো? পরেশের দাবি, বীরু দেবগনের পরামর্শমতো নিজের মূত্র পান করে নাকি উপকার হয়েছে! টানা ১৫ দিন ইউরিন থেরাপির তাঁর উন্নতি দেখে অবাক বনে যান খোদ চিকিৎসকও। এক্সরেতে দেখা যায়, পরেশের চোট পাওয়া হাঁটু ততদিনে সেরে উঠতে শুরু করেছে। যে হাঁটু সুস্থ হতে অন্তত দুই থেকে আড়াই মাস লাগার কথা, তা পুরোপুরি ঠিক হয়ে যায় দেড় মাসের মাথায়। পরেশ রাওয়ালের ভাষায়, ‘এ যেন ছিল ম্যাজিক।’

পরেশ রাওয়ালের এমন সাক্ষাৎকার সমালোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন মাধ্যমে চিকিৎসকেরাও বলছেন, চিকিৎসাবিজ্ঞানে এই টোটকার কোনো ব্যাখ্যা নেই। আর পরেশের ভক্তদের অনেকেও শোনাচ্ছেন কটু কথা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুনএই বলিউড তারকারা কি বুড়ো হবেন না? ১৮ সেপ্টেম্বর ২০২৩.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন জ র ম ত র প ন কর ন পর শ ১৫ দ ন কর ছ ন

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ