জামালপুর শহরতলীর হরিপুর থেকে বিদায় নিলেন ফাতেমা বেগম (৭০)। প্রশাসনের উদ্যোগে গাজীপুরের কাশিমপুরের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে তার। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

গত ২৪ এপ্রিল থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে ফাতেমা বেগমকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ২৫ এপ্রিল পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এ ‘যে জীবন বহন করাই দায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ফাতেমা বেগমের একাকী, কষ্টময় জীবনের গল্প তুলে ধরা হয়েছিল। 

সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ফাতেমা বেগমের গল্প চোখে পড়ে উপজেলা প্রশাসনের। তারা দায়িত্ব নেন ফাতেমার। জোগান দেন খাবার, চিকিৎসা ও অর্থ। পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে আসে আশ্রয়ের প্রস্তাব। সবশেষ, প্রশাসনের উদ্যোগে গাজীপুরের কাশিমপুরের একটি সরকারি আশ্রয়কেন্দ্রে স্থান পেলেন স্বামী হারানো নিঃসন্তান ফাতেমা বেগম।

আরো পড়ুন:

ছিনতাইকারী টান দেয় ভ্যানিটি ব্যাগ, নারীকে টেনে নিয়ে যায় প্রাইভেটকার

গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিদায়ের মুহূর্তে ফাতেমা বেগমকে ঘিরে ধরেন এলাকাবাসী। চোখের কোণে জমা অশ্রুর প্রতিটি ফোঁটায় ফুটে ওঠে ফাতেমা বেগমের প্রতি তাদের অগাধ ভালোবাসা, গভীর আবেগ আর হৃদয়ের শ্রদ্ধা।

সুখ-দুঃখে পাশে থাকা প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিচ্ছেন ফাতেমা 

প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, “ফাতেমা খালা চলে যাওয়ায় আমাদের খুব খারাপ লাগছে। তবে, এক হিসাবে ভালোই লাগছে, কারণ তিনি এখন ভালো চিকিৎসা পাবেন। ভালোভাবে থাকতে পারবেন।”

কল্পনা বেগম নামে অপর এক প্রতিবেশী বলেন, “এতোদিন আমরা ফাতেমা চাচিকে দেখেছি। আমার সাধ্যে যতটুকু হয়ছে, ততটুকু দিয়েই তাকে সাহায্য করেছি। এখন তিনি চলে গেলেন। তার চলে যাওয়ায় আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তিনি ভালো থাকবেন, এটা চিন্তা করে নিজের কাছে ভালো লাগছে।”

কিছুটা খারাপ লাগলেও আশ্রয় কেন্দ্রে ফাতেমা বেগম যেন ভালো থাকেন এতটুকু আশায় বুক বেঁধেছেন প্রতিবেশীরা। ফাতেমা বেগমের শান্তিময় জীবনই তাদের কাছে পরম তৃপ্তির।

ফাতেমা বেগমকে গাজীপুরের কাশিমপুরে নিয়ে যান প্রশাসনের কর্মকর্তারা 

ফাতেমা বেগমের জন্য প্রশাসনের সব দপ্তরকে একসঙ্গে কাজে লাগিয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি। তিনি বলেন, “তাকে (ফাতেমা বেগম) নিয়ে প্রকাশিত সংবাদ নজরে আসার পরই আমি স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলি। তার চিকিৎসার ব্যবস্থা করি। সমাজ সেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে তাকে গাজীপুরের কাশিমপুরের একটি সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করি।” 

তিনি বলেন, “আমি এতেই সন্তুষ্ট যে, আমি আমার প্রয়োজনীয় সব দপ্তরকে কাজে লাগিয়ে ফাতেমা বেগমের চিকিৎসা এবং ভালোভাবে থাকার ব্যবস্থা করতে পেরেছি। যারা এই দুই বছর ফাতেমা বেগমকে দেখভাল করেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।”

ঢাকা/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউএনও ব গম র ব গমক

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ