টলিউডের আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। দুইজনেরই আগে প্রেম ছিল, সংসার ছিল। সেই সংসার ভেঙে গেছে। এই দুইজনের চার হাত এক হয়েছে। গড়ে তুলেছেন সুখের সংসার। আর এখন অপেক্ষা করছেন সংসারে নতুন অতিথির জন্য। মা হতে চলেছেন পিয়া চক্রবর্তী। এই সময়ে পিয়ার একটু বেশিই যত্ন নিতে শুরু করেছেন পরম। দুইজনই আনন্দে, উত্তেজনায় সন্তানকে কোলে নেওয়ার দিন-ক্ষণ গুণছেন। সন্তানের জন্য কি কি লাগবে- সেসব নিয়েও অনেক চিন্তিত পরম।

পিয়া বলেছেন, ‘‘পরম আমার চেয়ে বেশি উত্তেজিত। সময় পেলেই আলোচনা করছে, সন্তানের জন্য কি কি কিনবে!” 
 
ভারতীয় গণমাধ্যমের তথ্য, মাতৃত্বকালীন ছুটিতে আছেন পিয়া। দুই পরিবার থেকেই পিয়াকে সাধ খাওয়ানো হয়েছে। এখন বন্ধুবান্ধবও খাওয়াচ্ছেন। ধীরে ধীরে এ বার এই পর্ব শেষ হতে চলেছে। আগামী এক মাস অখণ্ড অবসর। পিয়াকে সন্তানের জন্য কি কি কিনতে হবে, তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য, ঘনিষ্ঠজনেরা। এ বার সেদিকে মন দেবেন তিনি।

পিয়া-পরমব্রত, দু’জনেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। পিয়ার গানের গলা ভাল। পরমব্রত প্রযোজক-পরিচালক-অভিনেতা। 
মা সুনেত্রা ঘটকের দিক থেকে পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর পরম। তিনি গানও জানেন, গিটারও বাজান। পরমের চাওয়া, সন্তান সুস্থভাবে জন্মাক। তাদের মতোই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক।

আরো পড়ুন:

সত্যিই কি সালমান-শাবনূরের প্রেম ছিল, যা জানালেন ডন

পরিচালকের অপেক্ষায় আছেন হৃদি শেখ

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেছেন এই জুটি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

পরম আমার চেয়ে বেশি উত্তেজিত: পিয়া

টলিউডের আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। দুইজনেরই আগে প্রেম ছিল, সংসার ছিল। সেই সংসার ভেঙে গেছে। এই দুইজনের চার হাত এক হয়েছে। গড়ে তুলেছেন সুখের সংসার। আর এখন অপেক্ষা করছেন সংসারে নতুন অতিথির জন্য। মা হতে চলেছেন পিয়া চক্রবর্তী। এই সময়ে পিয়ার একটু বেশিই যত্ন নিতে শুরু করেছেন পরম। দুইজনই আনন্দে, উত্তেজনায় সন্তানকে কোলে নেওয়ার দিন-ক্ষণ গুণছেন। সন্তানের জন্য কি কি লাগবে- সেসব নিয়েও অনেক চিন্তিত পরম।

পিয়া বলেছেন, ‘‘পরম আমার চেয়ে বেশি উত্তেজিত। সময় পেলেই আলোচনা করছে, সন্তানের জন্য কি কি কিনবে!” 
 
ভারতীয় গণমাধ্যমের তথ্য, মাতৃত্বকালীন ছুটিতে আছেন পিয়া। দুই পরিবার থেকেই পিয়াকে সাধ খাওয়ানো হয়েছে। এখন বন্ধুবান্ধবও খাওয়াচ্ছেন। ধীরে ধীরে এ বার এই পর্ব শেষ হতে চলেছে। আগামী এক মাস অখণ্ড অবসর। পিয়াকে সন্তানের জন্য কি কি কিনতে হবে, তার তালিকা তৈরি করে দিয়েছেন পারিবারিক সদস্য, ঘনিষ্ঠজনেরা। এ বার সেদিকে মন দেবেন তিনি।

পিয়া-পরমব্রত, দু’জনেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। পিয়ার গানের গলা ভাল। পরমব্রত প্রযোজক-পরিচালক-অভিনেতা। 
মা সুনেত্রা ঘটকের দিক থেকে পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর পরম। তিনি গানও জানেন, গিটারও বাজান। পরমের চাওয়া, সন্তান সুস্থভাবে জন্মাক। তাদের মতোই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক।

আরো পড়ুন:

সত্যিই কি সালমান-শাবনূরের প্রেম ছিল, যা জানালেন ডন

পরিচালকের অপেক্ষায় আছেন হৃদি শেখ

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেছেন এই জুটি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ