যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিন : মজিবর রহমান
Published: 14th, May 2025 GMT
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার অন্তবর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘‘যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচনের আয়োজন করুন। ভোটাধিকার বঞ্চিত দেশবাসী ভোট প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে মুখিয়ে রয়েছে। দেশের জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই দেশ পরিচালনাসহ সংস্কার করবে।’’
বুধবার (১৪ মে) বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দোয়া অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরা ও শারীরিক সুস্থতা কামনায় এ দোয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, ‘‘দেশের আইনশৃংখলা পরিস্থিতি ভালো না থাকার কারণে জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। যার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড। তাই জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে।’’
আরো পড়ুন:
কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির ২ আহ্বায়ক কমিটি গঠন
বিএনপি ক্ষমতায় গেলে ভারতের নিরাপত্তা উদ্বেগের সমাধান করবে: আমীর খসরু
তিনি আরো বলেন, ‘‘আওয়ামী আমলে খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। এখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে বিদেশে রয়েছেন। অন্যদিকে খালেদা জিয়া এখন দেশে। বর্তমানে দেশে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করছে, তাদের ছাড় দেয়া হবে না।’’
বিএনপির এ নেতা বলেন, ‘‘বিএনপির মধ্যে যেসকল নেতাকর্মী অরাজকতা করছেন, তাদের সচেতন হতে হবে। নিজের ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না। বরিশালে যারা বিএনপির ক্ষতি করছেন তাদের হুঁশিয়ারি করছি। এ পথে হাঁটলে কেন্দ্র অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে।’’
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ইসলাম চৌধুরী বাবুল, বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট মহসিন মন্টু, সৈয়দ হাসান, আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তরিকুল ইসলাম তরিক প্রমুখ।
ঢাকা/পলাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র রহম ন
এছাড়াও পড়ুন:
ভারতের তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
ভারতের তামিলনাড়ুতে এক বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে তামিলনাড়ুর শিবকাশিতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তাঁরা বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জানা যায়, প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
উল্লেখ্য, শিবকাশি এলাকাকে 'ফায়ারওয়ার্কস ক্যাপিটাল অব ইন্ডিয়া' বলা হয়। এখানকার বাজির কারখানাগুলো ছাড়াও ম্যাচ ও প্রিন্টিং শিল্পও সমানভাবে সক্রিয়। এই জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভরশীল এই শিল্পগুলোর ওপর। মাত্র একদিন আগেই তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ৪২ জন। তামিলনাড়ুর ঘটনাতেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।