হামলার আগে পাকিস্তানকে জানিয়েছিল দিল্লি, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতে
Published: 17th, May 2025 GMT
‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেছিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই ‘স্বীকারোক্তির’ পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।
ভারতেরর প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল।
শনিবার রাহুল গান্ধী এক্স-এ জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলেছি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের ওপর হামলা চালাব না। এতে পাক সেনাদের দূরে সরে যাওয়ার এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেছে নেয়।”
সমালোচনার মুখে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে, এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে।
রাহুল গান্ধী এক্স- এ এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রীর এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, “কে এটা অনুমোদন করেছে? এর জন্য আমাদের বিমানবাহিনী কত বিমান হারিয়েছে?”
আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং কথিত পূর্ব সতর্কতাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেছেন, “পাকিস্তানকে আগে থেকে জানানো ভারত এবং আমাদের সেনাবাহিনীর প্রতি বিশ্বাসঘাতকতা। এটি নজিরবিহীন এবং ক্ষমার অযোগ্য।”
তিনি আরো বলেন, “এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সত্যি বলছেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেগুলোর সত্যতা কতটুকু। কেন পাকিস্তানকে আগে বলা হলো। এটি কি উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল? ভারতের মানুষের এ ব্যাপারে জানার অধিকার আছে। মোদি সরকারকে উত্তর দিতে হবে। তারা কি সশস্ত্র বাহিনীর সঙ্গে বেঈমানি এবং আমাদের নিরাপত্তাকে অবমূল্যায়ন করেছে কি না। এরপর বিরোধী দল সাধারণ মানুষকে জানাবে এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট রমন ত র আম দ র
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব