মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে ফোনে কথা বলবেন। ট্রাম্পের মতে, এই ফোনালাপটি হবে, ‘রক্তপাত বন্ধ করার বিষয়ে।’ 

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।  খবর বিবিসির। 

পোস্টে ট্রাম্প বলেন, এই ফোনালাপটি অনুষ্ঠিত হবে সোমবার (স্থানীয় সময়) সকাল ১০টায়। পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি।

আরো পড়ুন:

ইউক্রেনে বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

তুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জন হয়নি।  শুধুমাত্র দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছে।

বৈঠকের আগে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

এ ঘটনার পর ট্রাম্প সংবাদিকদের বলেন, যুদ্ধের অবসানের অগ্রগতি কেবল তখনই সম্ভব হবে যদি তিনি এবং পুতিন মুখোমুখি আলোচনা করেন। এর দুদিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে। ইউক্রেন ইস্যুতে দুই নেতা এর আগে গত মার্চ মাসে ফোনালাপ করেছেন।

পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘আলোচনার প্রস্তুতি চলছে।’

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আশা করছি এটি একটি ফলপ্রসূ দিন হবে, একটি যুদ্ধবিরতি হবে। এই ভয়াবহ সহিংস যুদ্ধ, যা কখনোই শেষ হওয়ার ছিল না, তা শেষ হবে।”

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান নেতারা যুদ্ধবিরতি, পাশাপাশি নিজেদের মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

 

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ য ক তর ষ ট র ইউক র ন ইউক র ন

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার দল ঘোষণা, ফিরলেন শানাকা-চামিকা

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত শ্রীলঙ্কার ১৭ সদস্যের দল যেন পুরনোদের প্রত্যাবর্তন আর নতুনদের উত্থানের মিশেল। দলের হাল ধরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা ও পেসার চামিকা করুণারত্নে। দুজনেই দলে ফিরেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে অনুপস্থিতির পর। সঙ্গে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন উদীয়মান পেসার এসান মালিঙ্কা।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৩ জুলাই ডাম্বুলা ও ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ছয় মাস আগের নিউ জিল্যান্ড সিরিজের পর দল থেকে ছিটকে পড়া দাসুন শানাকা আবার ফিরেছেন নেতৃত্বের ভিন্ন ভূমিকায়। এবার দায়িত্বে থাকবেন চারিথ আশালঙ্কা। তবে শানাকার মাঠের অভিজ্ঞতা দলকে দেবে বাড়তি ভরসা। চামিকা করুণারত্নেও দলে ফিরে পেস আক্রমণে যুক্ত করবেন প্রয়োজনীয় বৈচিত্র্য।

আরো পড়ুন:

লারার প্রতি শ্রদ্ধায় ৩৩৭ রানে থেমে গেলেন মুল্ডার

দলে একাধিক অলরাউন্ডার চান সাইফউদ্দিন

দলে আরেক ফিরতি তারকা দুনিথ ভেল্লালাগে। তরুণ এই স্পিনিং অলরাউন্ডার আবারও সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণের।

ডানহাতি পেসার এসান মালিঙ্কা প্রথমবারের মতো জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স তাকে এনে দিয়েছে এই সুযোগ।

এবারের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে, আসিথা ফার্নান্দো ও চামিকা বিক্রমাসিংহে। তাদের জায়গায় বিবেচনায় এসেছে ফর্ম, ফিটনেস ও টিম কনফিগারেশনের বিষয়টি।

বাকি দলে তেমন চমক নেই। ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। অভিজ্ঞ দিনেশ চান্দিমালও রয়েছেন দলে। অলরাউন্ড বিভাগে থাকছেন কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বোলিং বিভাগে ভরসা মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা ও জেফরে ভ্যান্ডারসের ওপর।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথা আশালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরে ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো, এসান মালিঙ্কা। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ