ট্রাম্পকে স্বাগত: নারীর চুল উড়ানো নৃত্য নিয়ে কী জানেন?
Published: 18th, May 2025 GMT
হেঁটে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দুই পাশে হাঁটছেন কাতারের প্রেসিডেন্টসহ উর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সাদা গালিচার দুই পাশে নানা ভঙ্গিমায় মাথার চুল উড়াচ্ছেন একঝাঁক নারী। তাদের পরনেও সাদা রঙের পোশাক। ডোনাল্ড ট্রাম্পকে এমন রীতিতে স্বাগত জানানোর ভিডিও প্রকাশ্যে আসার পর বেশ চর্চায় পরিণত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একেকজন একেকরকম মন্তব্য করছেন। অনেকে আবার জানতে চেয়েছেন এতগুলো নারী এমন করছেন কেন? এর সংক্ষিপ্ত জবাব— এটি একটি ঐতিহ্যবাহী নাচ; যার নাম আল-আয়ালা। এটি পরিবেশন করে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। চলুন এই নাচের আদ্যোপান্ত জেনে নিই—
ইউনেস্কো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আল-আয়ালা জনপ্রিয়-অভিব্যক্তিপূর্ণ একটি সাংস্কৃতিক পরিবেশনা। উত্তর-পশ্চিম ওমান, সমগ্র সংযুক্ত আরব আমিরাতে এটি প্রচলিত। এই পরিবেশনার সঙ্গে জড়িত রয়েছে গান-কবিতা, ড্রাম মিউজিক এবং নৃত্য। যা একটি যুদ্ধের দৃশ্যের অনুকরণ করে থাকে।
আরো পড়ুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
এ পরিবেশনার জন্য প্রায় বিশজন পুরুষ দুটি সারিতে মুখোমুখি দাঁড়ায়। বর্শা বা তরবারি বোঝাতে তাদের হাতে থাকে পাতলা বাঁশের লাঠি (কঞ্চির মতো)। দুই সারির মাঝে সংগীতশিল্পীরা ছোট-বড় ঢোল, খঞ্জনি এবং পিতলের সিম্বাল (ঝাঁজি) বাজায়, গান গায়। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে। সংযুক্ত আরব আমিরাতে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে সামনে দাঁড়িয়ে তাদের লম্বা চুল এদিক-ওদিক ছুঁড়ে মারে।
এই যে গান গাওয়া হয় তাতে পুনরাবৃত্তিমূলক ধাঁচে সাতটি সুর রয়েছে। উপলক্ষ অনুসারে উচ্চারিত কবিতা পরিবর্তিত হয়। ওমানের সালতানাত এবং সংযুক্ত আরব আমিরাতে বিয়ে এবং অন্যান্য উৎসবে আল-আয়ালা পরিবেশিত হয়। এতে অংশ নেওয়া শিল্পীরা বিভিন্ন গোষ্ঠীর এবং বিভিন্ন বয়সের হয়ে থাকেন। তবে এতে যে প্রধান শিল্পী, তিনি সাধারণত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। অন্যান্য অভিনয়শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আল-আয়ালা সব বয়সি নারী-পুরুষ এবং শ্রেণির মানুষের জন্য।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, এই নাচ ও গান বেদুইন সংস্কৃতিতে ছিল পুরুষদের পক্ষ থেকে দেওয়া সুরক্ষার প্রতি মেয়েদের বিশ্বাস ও আস্থা প্রকাশের একটি উপায়। শতাব্দী ধরে কাতার, সৌদি আরব ও বাহরাইনের মতো দেশে এই আল-আয়ালা নাচ নিয়মিত হয়ে আসছে। তবে সংযুক্ত আরব আমিরাতে নারীরা চুল উড়িয়ে নৃত্যটি পরিবেশন করে থাকেন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব শ স ব গত
এছাড়াও পড়ুন:
পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।
এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।
যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।
অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।
আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগেউত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।
কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।