‎‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের বৈষম্য বন্ধ ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।

‎রবিবার (১৮ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

‎এ সময় বক্তারা বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি পেশাদার ডিগ্রি। ৪ বছর কঠোর পরিশ্রম করে এই ডিগ্রি অর্জন করতে হয়। অথচ চাকরির ক্ষেত্রে পদমর্যাদায় বৈষম্যের শিকার হতে হয়, যা খুবই হতাশাজনক।

আরো পড়ুন:

ওয়াইফাই সংযোগ নিয়ে চরম ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা 

প্রশাসনিক কাজেও বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষক সমিতির

‎বেরোবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম সবার পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন।

‎দাবিগুলো হলো- নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে পরীক্ষার মাধ্যমে সকলকে নিয়োগ দিতে হবে, কোটাভিত্তিক বা অন্য নামে পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া যাবে না; দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে বিএসসি ও ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে; বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে পারবে না এবং এ সংক্রান্ত আইন প্রণয়ন ও গেজেট প্রকাশ করতে হবে।

‎সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী মাহিন বলেন, “আমাদের দাবি কোনোভাবেই অবৈধ বা অযৌক্তিক নয়। বরং এটি আমাদের পেশাগত সম্মান রক্ষার লড়াই। ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলতে পারেন, কিন্তু বিএসসি না করেও ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করা মোটেই গ্রহণযোগ্য নয়।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসস

এছাড়াও পড়ুন:

বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উপর নেক্কার জনক হামলার নিন্দা জানিয়ে বন্দরে বিভিন্ন ওয়ার্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। 
এর ধারাবাহিকতা শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বন্দরে সোনাকান্দা কিল্লা জামে মসজিদের সামনে ১৯,২০ ও ২১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন,“আতাউর রহমান মুকুল ভাই এই এলাকার মানুষের জন্য একজন নিবেদিতপ্রাণ । তিনি দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বন্দরবাসীর জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং সকল শ্রেণির মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

বক্তারা  আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে যখন বিএনপির নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার হচ্ছে তখন মুকুল ভাই ছিলেন সবার ভরসার জায়গা। তিনি কারও পাশে দাঁড়াতে দ্বিধা করেননি, আইনি ও মানবিক সহায়তা দিয়ে বহু মানুষকে রক্ষা করেছেন। একজন অভিজ্ঞ, সাহসী ও সম্মানিত রাজনীতিবিদের ওপর এমন বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।

বন্দরের ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম নবী মুরাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, ফখরুল ইসলাম মজনু,  এড: বিল্লাল হোসেন, এড: আনিছ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয় সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী,২০নং ওয়ার্ড যুবদলের সাবেক  সভাপতি আঃ জব্বর পাঠান, ২০ নং ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়া হান্নান, বিএনপির নেতা আরমান, মোঃ শাহিন, অলিদ মুন্সি, মোঃ এসাক আলী, মোঃ আসলাম, শহীদ হোসেন, ইয়া নবী, হাসান মৃধা, ও খোকন মির্জা প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • চালিতাবুনিয়ায় নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকায় মানববন্ধন
  • রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সেচ্ছাসেবীদের মানববন্ধন
  • বন্দরে মুকুলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  
  • শহরে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ 
  • গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন 
  • বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন
  • রাজশাহীতে বিএনপির আহ্বায়ক কমিটিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বাতিলের দাবি
  • সংস্কারের আলোচনা থাকলেও বাস্তব প্রতিফলন নেই: জোনায়েদ সাকি
  • প্রবাসফেরত স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রীর বিচার দাবি
  • যশোরে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তের দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন