ভেজা চোখে অ্যাস্টন ভিলাকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ী ও কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী মৌসুমে নতুন কোন ক্লাবে দেখা যাবে তাকে। 

ওই ক্লাব হতে পারে বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেস্তে দাবি করেছে, বার্সা ও ম্যানইউ-এর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন এমি মার্টিনেজ। 

সাবেক আর্সেনালের এই গোলরক্ষককে মোটা বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবও। কিন্তু আপাতত তিনি সৌদি যেতে চান না। ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান। 

এমনকি সংবাদ মাধ্যম জানিয়েছে, এমি মার্টিনেজ বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য লড়াই করবে এমন কোন ক্লাবে যেতে চান তিনি। ওই হিসেবে বার্সার পক্ষ থেকে ঠিকঠাক প্রস্তাব পেলে কাতালান শিবিরে যেতে পারেন এই গোলবারের প্রহরী। 

বার্সায় গোলরক্ষক হিসেবে বর্তমানে ভয়চেক সেজনি ও মার্ক টের স্টেগান আছেন। এর মধ্যে সেজনির সঙ্গে চলতি মৌসুমেই চুক্তি শেষ বার্সার। তিনি গত মৌসুমে অবসর ভেঙে বার্সা ক্যাম্পে যোগ দিয়েছিলেন। আবার অবসরে ফিরে যাবেন নাকি বার্সার সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি নবায়ন করবেন তা নিশ্চিত নয়। 

ওদিকে মার্ক টের স্টেগান চলতি মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিতে কাটিয়েছেন। যে কারণে তার বিকল্প গোলরক্ষক খুঁজছে বার্সা। সেজনি চুক্তি নবায়নের সিদ্ধান্ত না দিলে এমি মার্টিনেজ হতে পারেন তাদের পরবর্তী গোলরক্ষক। একইভাবে ম্যানইউ তাদের গোলরক্ষক আন্দ্রে ওনানায় আস্থা হারিয়েছেন। নতুন গোলরক্ষক খুঁজছে তারাও। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা থাকায় মার্টিনেজের বিষয়ে খোঁজ-খবর রাখছে ক্লাবটি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এম ল য় ন ম র ট ন জ ফ টবল দলবদল প রস ত ব

এছাড়াও পড়ুন:

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

আরো পড়ুন:

সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান

আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’

ঢাকা/সোহাগ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়