বার্সা ও ম্যানইউ থেকে এমি মার্টিনেজকে প্রস্তাব
Published: 19th, May 2025 GMT
ভেজা চোখে অ্যাস্টন ভিলাকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ী ও কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী মৌসুমে নতুন কোন ক্লাবে দেখা যাবে তাকে।
ওই ক্লাব হতে পারে বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেস্তে দাবি করেছে, বার্সা ও ম্যানইউ-এর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন এমি মার্টিনেজ।
সাবেক আর্সেনালের এই গোলরক্ষককে মোটা বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবও। কিন্তু আপাতত তিনি সৌদি যেতে চান না। ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান।
এমনকি সংবাদ মাধ্যম জানিয়েছে, এমি মার্টিনেজ বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য লড়াই করবে এমন কোন ক্লাবে যেতে চান তিনি। ওই হিসেবে বার্সার পক্ষ থেকে ঠিকঠাক প্রস্তাব পেলে কাতালান শিবিরে যেতে পারেন এই গোলবারের প্রহরী।
বার্সায় গোলরক্ষক হিসেবে বর্তমানে ভয়চেক সেজনি ও মার্ক টের স্টেগান আছেন। এর মধ্যে সেজনির সঙ্গে চলতি মৌসুমেই চুক্তি শেষ বার্সার। তিনি গত মৌসুমে অবসর ভেঙে বার্সা ক্যাম্পে যোগ দিয়েছিলেন। আবার অবসরে ফিরে যাবেন নাকি বার্সার সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি নবায়ন করবেন তা নিশ্চিত নয়।
ওদিকে মার্ক টের স্টেগান চলতি মৌসুমের অধিকাংশ সময় ইনজুরিতে কাটিয়েছেন। যে কারণে তার বিকল্প গোলরক্ষক খুঁজছে বার্সা। সেজনি চুক্তি নবায়নের সিদ্ধান্ত না দিলে এমি মার্টিনেজ হতে পারেন তাদের পরবর্তী গোলরক্ষক। একইভাবে ম্যানইউ তাদের গোলরক্ষক আন্দ্রে ওনানায় আস্থা হারিয়েছেন। নতুন গোলরক্ষক খুঁজছে তারাও। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা থাকায় মার্টিনেজের বিষয়ে খোঁজ-খবর রাখছে ক্লাবটি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এম ল য় ন ম র ট ন জ ফ টবল দলবদল প রস ত ব
এছাড়াও পড়ুন:
ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?
মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।
আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।
অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে