বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে লংমার্চ করে এসে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন গাজীপুরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ফখরুল হাসান ফয়সাল আজ সকালে প্রথম আলোকে বলেন, তাঁরা গত রাতেও ইউজিসির সামনেই অবস্থান করেছিলেন। নাম পরিবর্তনের বিষয়ে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাব উঠবে—শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন নিশ্চয়তা পেলেই কেবল তাঁরা আন্দোলন স্থগিত করবেন। তার আগ পর্যন্ত কর্মসূচি চলবে।

জানা গেছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নামের জন্য চারটি নাম প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি তাঁদের।

এই দাবিতে ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচির আওতায় গতকাল সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় ইউজিসির সামনে অবস্থান নেন তাঁরা। এই কর্মসূচি এখনো চলছে। তবে এ বিষয়ে গতকাল তাঁদের সঙ্গে কথা বলেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

ইউজিসির ভাষ্য, নাম পরিবর্তনের এখতিয়ার ইউজিসির হাতে নেই। কারণ, নাম পরিবর্তনের জন্য আইন পরিবর্তনের প্রয়োজন, যা সরকার করতে পারে। এ জন্য তারা কেবল সুপারিশ করতে পারে। যা তারা করেছে।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গত ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। তবে অন্তর্বর্তী সরকার গত ফেব্রুয়ারি মাসে কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করেছে। যদিও প্রথমে নতুন নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার প্রস্তাব করা হয়েছিল। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা প্রথমে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামের দাবিতে আন্দোলনে নামেন। দাবি আদায়ে স্মারকলিপি, মানববন্ধন, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, ‘রেল ব্লকেড’ ‘শাটডাউন’সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে আশ্বাসের ভিত্তিতে কখনো কখনো কর্মসূচি স্থগিত করা হলেও এখনো দাবি পূরণ হয়নি। তাঁরা এখন বিশ্ববিদ্যালয়টির জন্য চারটি নাম প্রস্তাব করে যেকোনো একটি চূড়ান্ত করার দাবি করছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড জ ট ল ইউন ভ র স ট ল দ শ ইউন ভ র স ট প রস ত ব ইউজ স র অবস থ প রথম

এছাড়াও পড়ুন:

যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ