আরব আমিরাতের বিপক্ষেও হারবে বাংলাদেশ, এমনটা হয়তো কল্পনাও করতে পারেনি দেশের সমর্থকেরা। অথচ বাস্তবতা হলো, শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বুধবার রাতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আরব আমিরাত।

এই হতাশাজনক ফলাফলের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এমন পরাজয় থেকে শিক্ষা নিতে হবে এবং উন্নতির জন্য আরও শিখতে হবে।

যদিও এটি ছিল ২ ম্যাচের প্রস্তুতি সিরিজ। তবে পাকিস্তান সফর পিছিয়ে যাওয়ায় বাড়তি একটি ম্যাচ যুক্ত করে সিরিজটিকে তিন ম্যাচে উন্নীত করে বিসিবি। প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে টানা হেরে সিরিজ খুইয়েছে লিটনের দল। শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে দারুণ ব্যাটিং করে ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিক আমিরাত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘অবশ্যই এমন ফল প্রত্যাশিত ছিল না। আমরা এখানে এসেছিলাম জেতার জন্য। তবে এটা ক্রিকেট, এখানে হার-জিত জীবনের অংশ। প্রতিপক্ষ ভালো খেললে তাদের কৃতিত্ব দিতেই হয়।’

তবে সামনে ভালো করতে হলে কী করতে হবে, সেটাও বললেন লিটন, ‘ইমন, তামিম, জাকের ব্যাট হাতে ভালো করেছে। ২-১ জন বোলারও ভালো পারফর্ম করেছে। কিন্তু আমরা এখনও শিখছি। ভালো করতে হলে আরও শিখতে হবে এবং মাঠে সেটা কাজে লাগাতে হবে।’

এছাড়া মাঠের শিশির নিয়েও আবারও অভিযোগ করেন বাংলাদেশ অধিনায়ক। তিন ম্যাচেই টস হেরে আগে ব্যাট করতে হয়েছে টাইগারদের, যা ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। ‘আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। এই কন্ডিশন ও উইকেট অনুযায়ী পারফর্ম করতে পারিনি। শিশির পুরো সিরিজেই একটা বড় ফ্যাক্টর ছিল’, বলেন লিটন।

তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান যাবে। পাকিস্তানের লাহোরে তিন ম্যাচ হবে ২৮ ও ৩০ মে এবং পহেলা জুন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স আম র ত

এছাড়াও পড়ুন:

সমন্বিত ১০ ব্যাংকে দ্বিতীয় প্যানেল থেকে নিয়োগ

সমন্বিত ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (৯ম গ্রেড) পদে দ্বিতীয় প্যানেল থেকে ১৩৫ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রণীত প্যানেল থেকে ১৩৫ প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী ১০টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুনএক দিনে ১৪টি চাকরির পরীক্ষা, কী করবেন পরীক্ষার্থীরা৭ ঘণ্টা আগে

১৩৫ জনের মধ্যে সোনালী ব্যাংকের জন্য নির্বাচিত হয়েছেন ৫৩ জন, জনতা ব্যাংকে ১১, অগ্রণী ব্যাংকে ১৫, রূপালী ব্যাংকে ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৭, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২, প্রবাসী কল্যাণ ব্যাংকে ১, কর্মসংস্থান ব্যাংকে ৭ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১ জন।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুনকে এই বৈভব তানেজা, টেসলার সিএফও আয়ে পেছনে ফেলেছেন সুন্দর পিচাই-সত্য নাদেলাকেও৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ