‘আমাদের আরও শিখতে হবে’, সিরিজ হেরে বললেন লিটন
Published: 22nd, May 2025 GMT
আরব আমিরাতের বিপক্ষেও হারবে বাংলাদেশ, এমনটা হয়তো কল্পনাও করতে পারেনি দেশের সমর্থকেরা। অথচ বাস্তবতা হলো, শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বুধবার রাতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আরব আমিরাত।
এই হতাশাজনক ফলাফলের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এমন পরাজয় থেকে শিক্ষা নিতে হবে এবং উন্নতির জন্য আরও শিখতে হবে।
যদিও এটি ছিল ২ ম্যাচের প্রস্তুতি সিরিজ। তবে পাকিস্তান সফর পিছিয়ে যাওয়ায় বাড়তি একটি ম্যাচ যুক্ত করে সিরিজটিকে তিন ম্যাচে উন্নীত করে বিসিবি। প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে টানা হেরে সিরিজ খুইয়েছে লিটনের দল। শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে দারুণ ব্যাটিং করে ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিক আমিরাত।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘অবশ্যই এমন ফল প্রত্যাশিত ছিল না। আমরা এখানে এসেছিলাম জেতার জন্য। তবে এটা ক্রিকেট, এখানে হার-জিত জীবনের অংশ। প্রতিপক্ষ ভালো খেললে তাদের কৃতিত্ব দিতেই হয়।’
তবে সামনে ভালো করতে হলে কী করতে হবে, সেটাও বললেন লিটন, ‘ইমন, তামিম, জাকের ব্যাট হাতে ভালো করেছে। ২-১ জন বোলারও ভালো পারফর্ম করেছে। কিন্তু আমরা এখনও শিখছি। ভালো করতে হলে আরও শিখতে হবে এবং মাঠে সেটা কাজে লাগাতে হবে।’
এছাড়া মাঠের শিশির নিয়েও আবারও অভিযোগ করেন বাংলাদেশ অধিনায়ক। তিন ম্যাচেই টস হেরে আগে ব্যাট করতে হয়েছে টাইগারদের, যা ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। ‘আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। এই কন্ডিশন ও উইকেট অনুযায়ী পারফর্ম করতে পারিনি। শিশির পুরো সিরিজেই একটা বড় ফ্যাক্টর ছিল’, বলেন লিটন।
তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান যাবে। পাকিস্তানের লাহোরে তিন ম্যাচ হবে ২৮ ও ৩০ মে এবং পহেলা জুন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল