বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩
Published: 22nd, May 2025 GMT
বন্দরে পৃথক অভিযানে মাদক মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৩ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়।
এর আগে গত বুধবার (২১ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকার মৃত সুবেদ আলী মিয়ার ছেলে মাদক মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী তোফাজ্জল হোসেন (৬৯) একই উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ১০(৪)২১ নং হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাহাদাত হোসেন (৩১) ও বন্দর ইউনিয়নের তিনগাও ভদ্রসন এলাকার মনির হোসেন মিয়ার ছেলে যৌতুক মামলা ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ রানা (৩৫)। থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ জনের মধ্য হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাহাদাতকে র্যাব-১১ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে পিকআপ-অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে : আহত ৫
বন্দরে পিকআপ ও অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ অটো যাত্রী আহত হয়েছে। আহত ৫ জনের মধ্য ৩ জনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকি ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আকাশ (৩০) নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার রায়হান পুলক (৪৩) সোনাচড়া এলাকার মোজাম্মেল (৩৫)।
আহত ৫ জনের মধ্যে স্থানীয়রা ৩ জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বাকি ২ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সোয়া ৮টায় বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতালস্থ গ্লাস ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের মদনপুর টু মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় ঢাকা মেট্রো ন ২৩-৩১১৭ নাম্বারের একটি পিকআপ ভ্যানের সাথে অটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই সময় অটোর ৫ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে র্দূঘটনা কবলিত গাড়ীটি তাদের হেফাজতে নেয়।
এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।