ঈদের আগে বেতন-বোনাস না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি
Published: 23rd, May 2025 GMT
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঈদ বোনাস এবং বেতন-ভাতা না দেওয়া হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।
শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশে এ হুমকি দেওয়া হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো.
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছরই ঈদ আসলে শ্রমিকদের ঈদ বোনাস এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার সময় মালিকরা মায়াকান্না শুরু করেন। সরকার থেকে নানারকম সুবিধা নেন তারা—ভ্যাট ছাড়, ব্যাংক ঋণ, রপ্তানিতে প্রণোদনা। কিন্তু, শ্রমিকদের বেতনের অর্ধেক বা নামমাত্র ঈদ বোনাস দেওয়ার ফন্দি করেন। অনেক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ না করার পাঁয়তারা করে। পোশাক কারখানার মালিকদের এমন কর্মকাণ্ডে এই সেক্টরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়।
তারা বলেন, কারখানার মালিকরা ঈদ আসলেই অর্থনৈতিক সংকটের গল্প শোনাতে শুরু করেন। রপ্তানি কম, ব্যাংক ঋণ পায়নি, প্রোডাকশন কম এসব বলতে থাকেন। অথচ, বাস্তবতা হলো—এই মালিকরা শ্রমিকদের ঈদ বোনাস এবং বেতন-ভাতা না দিয়ে বছরের পর বছর মুনাফা করে নতুন নতুন কারখানা করে গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক হচ্ছেন, বিলাসবহুল গাড়ি ও বাড়ির মালিক হচ্ছেন, কেউ কেউ দেশের বাইরেও সেকেন্ড হোম বানিয়েছেন।
তারা আরো বলেন, গার্মেন্টস সেক্টরে কাজ করেন ৪২ লাখ শ্রমিক। তাদের মধ্যে অধিকাংশই নারী। এই সেক্টর থেকে দেশের ৮৪ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস এবং বেতন-ভাতা পরিশোধের দাবি জানাচ্ছি।
রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার বিভিন্ন কমিশন গঠন করেছে। কিন্তু, গার্মেন্টস শ্রমিকরা ১৫ বছর আগে যে জীবনযাপন করত, এখনো তেমনই জীবনযাপন করছে। গত ১০ মাসে শ্রমিকদের জন্য দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।
আমিরুল হক আমিন বলেন, ৩০ মে র মধ্যে ঈদ বোনাস ও বেতন-ভাতা দেখতে চাই। বেতন-বোনাস না হলে শ্রম উপদেষ্টা বা দায়িত্বশীল ব্যক্তিরা ঈদ করতে পারবেন কি না, সেটা আমরা জানি না।
ঢাকা/এম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অসুস্থ ছেলেকে দেখতে বাসা থেকে বের হয়েছিলেন বাবা, দুই বাসের প্রতিযোগিতায় গেল প্রাণ
রাজধানীর বকশীবাজারে দুটি বাসের পাল্লাপাল্লির সময় মাঝে চাপা পড়ে জহুরুল হক সেলিম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
সেলিম তার ক্যানসারে আক্রান্ত ছেলেকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন বলে জানা গেছে।
জানা গেছে, নিহত সেলিম পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তার দুই ছেলের মধ্যে জুবায়ের ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত।
জানা গেছে, আট থেকে নয় মাস আগে জুবায়েরের ক্যানসার ধরা পড়ে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ছেলের চিকিৎসার জন্য সেলিম ঢাকা মেডিকেলের পাশে বকশীবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।
এ সব তথ্য নিশ্চিত করেছেন সেলিমের স্ত্রীর বোন সিনথিয়া বেগম। তিনি বলেন, সেলিম মঙ্গলবার রাতে ছেলেকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে তিনি বকশীবাজার মোড় ও বুয়েটের মাঝামাঝি সড়ক পার হচ্ছিলেন। সে সময় দুটি বাসের পাল্লাপাল্লির মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান হাত ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তাঁর ডান হাতে প্লাস্টার করে দেন চিকিৎসকেরা। চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে তাঁকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার ওসি সৈয়দ আখতারুজ্জামান সমকালকে বলেন, মৌমিতা পরিবহনের দুই বাসের পাল্লাপাল্লির সময় মাঝে চাপা পড়ে এক পথচারী মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দুই বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে তোলা হয়েছে।
তিনি আর বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় নিহতের ছেলে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।