খরচ কমাতে ডিআরএস ছাড়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
Published: 27th, May 2025 GMT
লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ থেকে সিরজটি টি স্পোর্টসে দেখা যাবে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ও পাকিস্তানের এই টি-২০ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগ্রহ কম থাকায় রেভিনিউ কম হবে। যে কারণে খরচ কম রাখতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে পিএসএলের দ্বিতীয় পর্বে (স্থগিতের পর নতুন করে শুরু করা হলে) ডিআরএস রাখেনি পাকিস্তান। পিসিবি জানিয়েছে, ডিআরএস পরিচালনার টেকনিক্যাল টিম না থাকায় সিরিজে এটি রাখা হচ্ছে না। পিসিবির পক্ষ থেকে ডিআরএস না থাকার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট দলকে জানানো হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান।
বাংলাদেশ ও পাকিস্তানের শুরুতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যা কমে তিন ম্যাচ করা হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ মে ও ১ জুন মাঠে গড়াবে।
এই সিরিজে বাংলাদেশ পেসত্রয়ী তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে পাচ্ছে না। এর মধ্যে নাহিদ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির দু’জন কোচিং স্টাফও পাকিস্তানে যাননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড আরএস
এছাড়াও পড়ুন:
হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা
বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।
ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।
ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।
শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত