লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ থেকে সিরজটি টি স্পোর্টসে দেখা যাবে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ও পাকিস্তানের এই টি-২০ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগ্রহ কম থাকায় রেভিনিউ কম হবে। যে কারণে খরচ কম রাখতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পিএসএলের দ্বিতীয় পর্বে (স্থগিতের পর নতুন করে শুরু করা হলে) ডিআরএস রাখেনি পাকিস্তান। পিসিবি জানিয়েছে, ডিআরএস পরিচালনার টেকনিক্যাল টিম না থাকায় সিরিজে এটি রাখা হচ্ছে না। পিসিবির পক্ষ থেকে ডিআরএস না থাকার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট দলকে জানানো হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান।

বাংলাদেশ ও পাকিস্তানের শুরুতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যা কমে তিন ম্যাচ করা হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ মে ও ১ জুন মাঠে গড়াবে।

এই সিরিজে বাংলাদেশ পেসত্রয়ী তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে পাচ্ছে না। এর মধ্যে নাহিদ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির দু’জন কোচিং স্টাফও পাকিস্তানে যাননি।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড আরএস

এছাড়াও পড়ুন:

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।

এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।

ঢাকা/নঈমুদ্দীন/টিএই

সম্পর্কিত নিবন্ধ