খরচ কমাতে ডিআরএস ছাড়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
Published: 27th, May 2025 GMT
লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ থেকে সিরজটি টি স্পোর্টসে দেখা যাবে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ও পাকিস্তানের এই টি-২০ সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগ্রহ কম থাকায় রেভিনিউ কম হবে। যে কারণে খরচ কম রাখতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে পিএসএলের দ্বিতীয় পর্বে (স্থগিতের পর নতুন করে শুরু করা হলে) ডিআরএস রাখেনি পাকিস্তান। পিসিবি জানিয়েছে, ডিআরএস পরিচালনার টেকনিক্যাল টিম না থাকায় সিরিজে এটি রাখা হচ্ছে না। পিসিবির পক্ষ থেকে ডিআরএস না থাকার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট দলকে জানানো হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান।
বাংলাদেশ ও পাকিস্তানের শুরুতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল। যা কমে তিন ম্যাচ করা হয়েছে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ মে ও ১ জুন মাঠে গড়াবে।
এই সিরিজে বাংলাদেশ পেসত্রয়ী তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে পাচ্ছে না। এর মধ্যে নাহিদ পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির দু’জন কোচিং স্টাফও পাকিস্তানে যাননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড আরএস
এছাড়াও পড়ুন:
পিকনিকের নৌকায় ‘অশ্লীল নৃত্য’, পিটুনি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের পাশে করতোয়া নদীতে কিছু পিকনিকের নৌকা আসে। নৌকাগুলোতে শতাধিক তরুণ ছিল। নদীর পশ্চিম পাড়ে তরুণীদের দেখে একটি নৌকার তরুণেরা সাউন্ড বক্সে গান বাজিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করেন। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের পেটানো শুরু করেন। তখন তারা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেন। তবে ওই তরুণদের পরিচয় পাওয়া যায়নি। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, নৌকাগুলোতে শতাধিক তরুণ ছিল। তাদের নৌকায় রান্নার সামগ্রী ও বাদ্যযন্ত্র ছিল। সন্ধ্যার কিছু আগে কয়েকটি মেয়ে নদীর পশ্চিম পাড়ে বেড়াতে আসে। তাদেরকে দেখে একটি নৌকার তরুণরা অশ্লীল গান ও নৃত্য শুরু করে। এ অবস্থায় স্থানীয় কিছু লোক লাঠি নিয়ে তরুণদের পেটানো শুরু করেন। নৃত্যে অংশ নেওয়া তরুণরা নৌকা থেকে নদীতে লাফিয়ে রক্ষা পান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘ঘটনা তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’