ঝিনাইদহের কালীগঞ্জে রিনা পারভীন নামে এক গৃহবধূ দুই মাস ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। রিনা অপহরণ, গুম বা হত্যার শিকার হতে পারেন– এ আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানিয়েছেন গৃহবধূর স্বজনরা। 

নিখোঁজ রিনা পারভীন (৩৭) কালীগঞ্জ পৌর এলাকার চাপালীখানা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের স্ত্রী। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 
রিনা পারভীনের স্বামী সাজ্জাদ হোসেনের ভাষ্য, গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে তাঁর স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। এর পর সারাদিন পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় সন্ধ্যার পর তিনি স্ত্রীর মোবাইল ফোনে কল দিলে বন্ধ পান। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর সন্ধান না মেলায় ওই রাতেই তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ তাঁর স্ত্রীর মোবাইল ট্র্যাকিং করে ১৩ এপ্রিল পাবনা ও ২৩ এপ্রিল পিরোজপুরে কিছু সময়ের জন্য ফোন খোলা পেয়েছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক রানা প্রতাপের অসহযোগিতার কারণে তাঁর স্ত্রীর সন্ধান পাওয়া বা তাঁকে উদ্ধার করা যায়নি।  

সাজ্জাদ হোসেন আরও জানান, তাঁর স্ত্রী ১১ এপ্রিল বাড়ি থেকে বের হয়েছেন। গত ১২ মে ডাকে তাঁর কাছে একটি তালাকনামা পাঠানো হয়েছে। কিন্তু কুষ্টিয়ার মিরপুর থানার ১ নম্বর চিলশিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নুরুল আমিন খান স্বাক্ষরিত ওই তালাকনামায় তারিখ উল্লেখ আছে ১ এপ্রিলের। তালাকনামার সত্যতা জানতে তিনি ওই রেজিস্ট্রারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এ ছাড়া তালাকনামায় কুষ্টিয়া ও ঝিনাইদহের দু’জন সাক্ষীর বিষয়ে খোঁজ নিয়ে তাদের কোনো হদিস পাননি। তালাকের ঘটনাটি প্রতারক চক্রের সাজানো নাটক হতে পারে বলে ধারণা করছেন তিনি। তাঁর ভাষ্য, রিনা কোনো সংঘবদ্ধ প্রতারক চক্র বা অপহরণকারীদের খপ্পরে পড়তে পারেন। কারণ তাঁর স্ত্রীর কাছে সাত ভরির মতো স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা ছিল। এসব হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কোনো চক্র তাঁকে ফুসলিয়ে অপহরণ করে গুম করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। 

এ ঘটনায় তাদের পরিবার তছনছ হয়ে গেছে বলে জানায় সাজ্জাদ হোসেনের ছেলে ছোয়াদ ইসলাম। সে বলে, নিখোঁজের প্রায় ৫০ দিন অতিবাহিত হলেও তার মাকে উদ্ধারে পুলিশ কোনো জোরালো ভূমিকা রাখেনি। মায়ের বেঁচে থাকা নিয়ে শঙ্কায় তাদের দিন কাটছে।

রিনা পারভীনের মা জাহানারা বেগম জানান, তাঁর মেয়ে নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে ভয় ও শঙ্কা বিরাজ করছে। নাতি-নাতনির মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের সন্ধান ও উদ্ধারে পুলিশের শক্ত ভূমিকা নেওয়ার দাবি জানান তিনি।  

তালাকনামা পাঠানোর সত্যতা জানতে নিকাহ রেজিস্ট্রার নুরুল আমিন খানের মোবাইল ফোনে গতকাল বুধবার ও মঙ্গলবার একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়। 

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক রানা প্রতাপ জানান, তিনি প্রথম দিকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে রিনা পারভীনকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন। দু’সপ্তাহ আগে ওই নারী স্বামীর কাছে একটি তালাকনামা পাঠিয়েছেন বলে শুনেছেন। তবে তিনি তালাকনামাটি যাচাই-বাছাই করেননি।  

ও বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, গৃহবধূর নিখোঁজের বিষয়ে তদন্ত কর্মকর্তার   অসহযোগিতার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ ত কর মকর ত পর ব র গ হবধ

এছাড়াও পড়ুন:

জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ অর্জন ও দেড় শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক মো. আজিজুল হক বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এ ছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের অনুসন্ধানে আরও জানা যায়, ২০০৩-০৪ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আসাদুজ্জামান নূরের বৈধ আয় ছিল ৩২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। এ সময়ে তাঁর পারিবারিক ব্যয় ছিল ৯ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৭৬১ টাকা। সে অনুযায়ী নিট সঞ্চয় দাঁড়ায় ২৩ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৯২৭ টাকা। অথচ তাঁর অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৯ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১৭ টাকা। এতে ৫ কোটি ৩৭ লাখ টাকার উৎস পাওয়া যায়নি বলে দুদক জানিয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, আসাদুজ্জামান নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেনের উৎস অস্পষ্ট।

২০০১ সালে নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান নূর। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে একে একে মামলা ও গ্রেপ্তার শুরু করে দুদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। তারই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলী রোডে নিজ বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যানসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা