দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্ল্যাগশিপ স্টোর হবে বাংলাদেশে
Published: 29th, May 2025 GMT
কিছুদিন আগে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন পরিকল্পনা ও পণ্যের ঘোষণা দিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে ব্র্যান্ডটি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে আইএফসি অবধি সাড়া ফেলেছে নেক্সট জেনারেশন প্রডাক্ট হিসেবে।
ইভেন্টে ডায়নামিক ওয়ান রোবটিক ডগ, পকেট গো এআর গেমিং সিস্টেম, এআই গ্লাসেস সিরিজ, মেগাবুক ল্যাপটপ ও বিশ্বের সবচেয়ে পাতলা স্পার্ক স্লিম স্মার্টফোনের মতো ভবিষ্যৎ উদ্ভাবন দর্শনার্থীকে মুগ্ধ করেছে। নতুন সব উদ্ভাবন প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। হুবহু লাইনআপ এবার বাংলাদেশে উন্মোচনের উদ্যোগ নিয়েছে ব্র্যান্ডটি। ঢাকার সেন্টার পয়েন্ট শপিংমলে ব্র্যান্ডের সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি সারাবিশ্বে সমাদৃত উদ্ভাবন বাংলাদেশে প্রদর্শন করবে।
বাংলাদেশে টেকনো ব্র্যান্ডের পথচলার সূচনা
২০১৭ সালে। তখন অনেকে ভাবেননি, এত অল্প সময়ে স্মার্টফোন ব্র্যান্ড এতটা পথ পাড়ি দিতে পারবে। সব জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে কয়েক বছরের মধ্যে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার উদাহরণ সৃষ্টি করেছে ব্র্যান্ডটি। মাত্র কয়েক বছরের মধ্যে ব্র্যান্ডটি লাখো গ্রাহক, বিশেষ করে তরুণ হৃদয়ে জায়গা করে নিয়েছে। ব্র্যান্ডটি এখন আর মোবাইল ফোনের জগতে সীমাবদ্ধ নেই; বরং সমাদৃত ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। শহুরে অলিগলি থেকে শুরু করে লোকালয়, গ্রাম ও প্রযুক্তিসচেতন মানুষের মধ্যে এখন ব্র্যান্ডটি বিশেষ পরিচিতি পেয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি সত্ত্বেও জীবনযাত্রার সবচেয়ে প্রয়োজনীয় উদ্ভাবন স্মার্টফোনকে ভুলে যায়নি। ক্যামন ৪০ সিরিজ এআই ফিচারে সমৃদ্ধ। সিরিজের এআই ফিচারের কারণে প্রতিদিনের কাজ করা এখন সহজ হয়েছে। ফলে স্মার্টফোন হয়ে উঠেছে আপনার অন-দ্য-গো অ্যাসিস্ট্যান্ট।
ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত সেন্টার পয়েন্ট শপিংমলে ৩০ মে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনের মাধ্যমে নতুন মাত্রা স্পর্শ করতে যাচ্ছে। ইভেন্টে অংশ নেবেন হাবিব ওয়াহিদ, জেফার, মিনার রহমানসহ জনপ্রিয় শিল্পীরা। উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফরম্যান্সের সঙ্গে ফ্যাশন শোর আয়োজন থাকবে। ব্র্যান্ড হিসেবে টেকনো কতটা এগিয়েছে এবং ভবিষ্যতে অগ্রগতির মাধ্যমে ব্র্যান্ডটি কোথায় পৌঁছাবে, তারই প্রতিরূপ নতুন ফ্ল্যাগশিপ স্টোর।
সারাবিশ্ব প্রতিনিয়ত অটোমেশন এবং এআই প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। নতুন ট্রেন্ড আসছে। ব্র্যান্ডটি এমন ট্রেন্ড অনুসরণ করছে না; বরং উদ্ভাবনের মাধ্যমে নতুন ট্রেন্ড স্থাপন করছে। স্মার্ট গ্রাহক যেন নতুন যুগের নেতৃত্বে থাকেন, তা নিশ্চিতে কাজ করবে বলে জানানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এআই ব র য ন ডট
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক