যাঁরা পরিবেশপ্রেমী, তাঁদের জন্য এবারের বাজেটে সুখবর আসছে। পরিবেশবান্ধব পাতার বাসন উৎপাদনে এবারের বাজেটে ১৫ শতাংশ ভ্যাট তুলে দেওয়া হচ্ছে।

শালপাতা, নারিকেলপাতা, খোলসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানে প্লেট (বাসন), বাটি, টেবিল ওয়্যারসহ বিভিন্ন ধরনের তৈজসপত্র বানানো হয়। এসব পরিবেশবান্ধব পণ্য উৎপাদনকে উৎসাহিত করতে আগামী বাজেটে উৎপাদনপর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। বর্তমানে এসব পণ্য উৎপাদককে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। সাধারণত এসব পণ্য বাসাবাড়িতে একবার ব্যবহারযোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। ভ্যাট প্রত্যাহারের ফলে গ্রাহকপর্যায়ে দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারা।

আগামী ২ জুন বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট দিতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এবার বাজেট দেবেন। সেখানে পরিবেশবান্ধব পাতার তৈজসপত্রে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন।

এদিকে আগামী বাজেটে প্লাস্টিকের থালা-বাটি, টেবিলওয়্যার, কিচেনওয়্যারে ভ্যাটের হার বাড়ানোর ঘোষণা আসছে। বর্তমানে এসব পণ্যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হয়। এটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।

এর ফলে একদিকে পরিবেশবান্ধব তৈজসপত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে। অন্যদিকে প্লাস্টিক পণ্যে ভ্যাট বাড়িয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ