বিয়ের খবরে প্রেমিকাকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার
Published: 30th, May 2025 GMT
প্রেমিকার বিয়ের খবর শুনে তাকে ছুরিকাঘাত করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। পরে তিনি নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত তরুণী শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সঞ্জীবন চক্রবর্তী পার্থর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আহত তরুণী ও পার্থর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পার্থ সুনামগঞ্জের বাইরে আত্মগোপনে ছিলেন। হঠাৎ প্রেমিকার বিয়ের খবর জানার পর তিনি সুনামগঞ্জে ফেরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী তার ভাবির সঙ্গে শহরের হাছননগর এলাকার একটি দোকানে কেনাকাটা করেন। এ সময় পার্থও সেখানে হাজির হন। তাদের মধ্যে কথা হয়। একপর্যায়ে মেয়েটিকে দোকান থেকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান পার্থ। স্থানীয়দের সহযোগিতায় তরুণীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠান।
এদিকে, পার্থ আত্মহত্যার চেষ্টায় নিজেকেও ছুরিকাঘাত করেন। এ খবর পেয়ে পৌর শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকা থেকে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন।
আহত তরুণীর স্বজনরা জানিয়েছেন, সিলেটের শাবিপ্রবিতে পড়ার সময় পার্থ ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের ইতি টেনে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন ওই তরুণী। তবে, বিয়ের খবর জানতে পেরে পার্থ তাকে কয়েকবার হুমকি দেন। বিষয়টি পরিবারকে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণীকে অন্তত ১০ বার ছুরিকাঘাত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি আঘাত গভীর ক্ষত সৃষ্টি করেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
তিনি জানান, এ ঘটনায় আহত তরুণীর পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/মনোয়ার/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন মগঞ জ সদর ছ র ক ঘ ত কর ব য় র খবর
এছাড়াও পড়ুন:
যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না: প্রেস সচিব
যাই কিছু হোক না কেন নির্বাচন এক দিনও পেছাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন—প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচন হওয়ার কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিনও পেছানো হবে না। সুন্দর, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বিশ্বের অনেক দেশেই জাতীয় ঐকমত্য গঠনে দীর্ঘ সময় লাগে। তুলনামূলকভাবে আমাদের রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে একাধিকবার বসেছে, আলোচনা করেছে। এটা ইতিবাচক প্রবণতা। আমরা আশা করছি, ‘জুলাই সনদ’ একটি যুগান্তকারী রাজনৈতিক দলিল হবে।”
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে খসড়া সনদ তৈরি, যাচাই-বাছাই ও সমন্বয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছ। আজ বৈঠক চলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ঢাকা/এএএম/ইভা