মাদারীপুরে ছিনতাই হওয়া পুলিশের ৩০টি গুলি উদ্ধার, থানায় মামলা
Published: 30th, May 2025 GMT
মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষের সময় ছিনতাই হওয়া ৩০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল বৃহস্পতিবার ভোরে কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রমের মেলা প্রাঙ্গণে পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষ হয়। তখন গুলিভর্তি ম্যাগাজিন ছিনতাইয়ের ঘটনার পর রাতেই কনস্টেবল মেহেদি হাসান ও জুবায়ের হাসানকে মাদারীপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ সূত্র জানায়, মেলায় জুয়ার আসর ও মাদক প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জুয়া বা মাদকসহ কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে কনস্টেবল মেহেদি হাসান ও জুবায়ের হাসান মেলার মাঠে একটি জুয়ার আসরে গিয়ে অনৈতিক সুবিধা দাবি করেন। এ নিয়ে জুয়াড়িদের সঙ্গে তর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় মেহেদি হাসানের সঙ্গে থাকা শটগানের গুলিভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নেয় জুয়াড়িরা। পরে তারা পালিয়ে যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ছিনতাই হওয়া গুলিগুলো মেলার মাঠের এক পাশে ফেলে রেখে পালিয়ে যায় জুয়াড়িরা। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মেলায় দায়িত্বে না থাকলেও দুই পুলিশ সদস্য সাদাপোশাকে সেখানে উপস্থিত হয়েছিলেন। তাঁরা কোনো ধরনের অভিযান চালানোর এখতিয়ার রাখেন না। বরং তাঁরা ভিন্ন কোনো উদ্দেশ্যে সেখানে গিয়ে জুয়াড়িদের সঙ্গে ঝামেলা বাধান। তাই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ নত ই
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫