ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলো ফ্রান্স
Published: 30th, May 2025 GMT
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার সিঙ্গাপুরে তিনি বলেছেন, তেল আবিবের সরকার গাজার মানবিক সংকটের প্রতি সাড়া না দিলে ফ্রান্স ইসরায়েলিদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে।
ম্যাক্রোঁ জানিয়েছেন, গাজার ফিলিস্তিনিরা যখন ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না।
ইসরায়েল প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনি ছিটমহল অবরোধ করে রেখেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই পরিস্থিতি গাজায় দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, “মানবিক অবরোধ এমন একটি পরিস্থিতি তৈরি করছে যা স্থলভাগে অসহনীয়।”
তিনি বলেছেন, “মানবিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আগামী কয়েক ঘন্টা এবং দিনগুলোতে কোনো প্রতিক্রিয়া না পেলে, আমাদের সম্মিলিত অবস্থান আরো কঠোর করতে হবে।”
ম্যাক্রোঁ জানান, ফ্রান্স ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বিবেচনা করতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি