নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার দুপুর চারটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।

হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি যাত্রী নিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে ২০ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ১৯ যাত্রী এখনও নিখোঁজ।

নিখোঁজদের খোঁজে নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান ওসি (তদন্ত) খোরশেদ আলম।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ