প্রিজন ভ্যানে করে ‘তথ্য আপা’দের ‘সরিয়ে নিল’ পুলিশ
Published: 1st, June 2025 GMT
দুই দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার বিকেলে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া ‘তথ্য আপা’দের প্রিজন ভ্যানে করে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
এর আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের রোববার বিকাল ৪টার দিকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদেরকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
পুলিশ জানায়, এর আগে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হলেও তারা তা শোনেননি। এ পরিস্থিতিতে ‘ভয় দেখানোর জন্য’ তাদের প্রিজন ভ্যানে তোলা হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল বের করেন ‘তথ্য আপা’রা। প্রেস ক্লাব এলাকা থেকে বের হওয়ার সময় তারা একবার পুলিশি বাধা অতিক্রম করলেও কাকরাইল মসজিদ মোড়ে আবার বাধা পেয়ে সেখানেই অবস্থান নেন।
সে সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা দুই দফা দাবিতে গত বুধবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তাদের দুই দফা দাবি হলো- ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় প্রায় দুই হাজার নারী মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। চলতি মাসের পর প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাবে, তাই তারা চাকরির স্থায়ী সমাধান চেয়ে কর্মসূচি পালন করছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প র জন ভ য ন প রকল প র অবস থ ন
এছাড়াও পড়ুন:
যমুনা অভিমুখী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলটি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানের গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে।
আজ সোমবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা। মিছিলটি হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে শিক্ষকেরা পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামানের পানি ছিটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটেন।
তবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের নেতা আব্দুর রহিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হাইকোর্টের সামনে পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০-১২ জন শিক্ষক আহত হন।
বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা