ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড়ি ঢল, দীঘিনালা-লংগদু সড়কে বন্ধ যান চলাচল
Published: 2nd, June 2025 GMT
ভারী বর্ষণে পাহাড়ি ঢলে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশ কয়েকটি গ্রামের গ্রামীণ সড়ক ও ফসলের খেত তলিয়ে গেছে। সড়কের পানি ওঠায় লংগদু-দীঘিনালা সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংগ্গ্যেপাড়া ও মেরুং বাজারের একাংশ পানিতে ডুবে গেছে। দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার, আটরকছড়াসহ কয়েকটি স্থান ডুবে গিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারী বর্ষণের কারণে আজ সোমবার সন্ধ্যা থেকে দীঘিনালার হেডকোয়ার্টার এলাকায় লংগদু সড়কের প্রায় কয়েক শ মিটার ডুবে গেছে। রাতেই সড়কের ওপর বেশ কিছু যানবাহন আটকা পড়ে। ওই এলাকার যাত্রীরা হেঁটে ডুবে যাওয়া সড়ক পার হয়ে অপর পাশ থেকে আবার যানবাহন নিয়ে গন্তব্যে গেছে।
আজ দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, পণ্যবাহী একটি ট্রাক পানিতে বিকল হয়ে পড়ে আছে। লোকজন কোমরসমান পানি ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন।
দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, পানি কমে যাচ্ছে। তবে গতকাল দুটি আশ্রয়কেন্দ্রে শতাধিক লোকজন আশ্রয় নিলেও আজ সকালে একটা আশ্রয়কেন্দ্র থেকে সবাই চলে গেছে। বর্তমানে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এখনো ৪৮ জন আছে। তাদের খাবার এবং পানির ব্যবস্থা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক র
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ঢাকার প্রার্থী যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকার প্রার্থী যারা
ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ