সিরাজগঞ্জে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে এক যাত্রীকে ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ হাটিকুমরুলের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির স্ত্রীর ভাষ্য, বাড়তি ভাড়া ও যেখানে সেখানে যাত্রী তোলার প্রতিবাদ করেছিলেন তাঁর স্বামী সৈকত আহমেদ (২৩)। এ ঘটনার জেরে সৈকতকে হত্যা করা হয়। 

পেশায় রাজমিস্ত্রি সৈকতের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাজারিকা বেগুনিপাড়ায়। তিনি কাজের সুবাদে ঢাকায় থাকেন। স্ত্রী হুমনা খাতুনকে নিয়ে ঈদুল আজহা উদযাপনের জন্য বাড়ি ফিরছিলেন। তারা ঢাকার গাবতলী থেকে এইচ কে ট্রাভেলসের ওই বাসটিতে (ঢাকা মেট্রো-ব-১৪-৩৩৫০) ওঠেন।

হুমনা খাতুন জানান, বাসে ওঠার সময় তারা জনপ্রতি ৪০০ টাকা ভাড়া দেন। কিন্তু পথেই বাসটির সুপারভাইজার ৭০০ টাকা করে ভাড়া দাবি করেন। এ জন্য অনেকেই নেমে যান। যমুনা সেতু পার হয়ে বাড়ে কড্ডা এলাকায় এ নিয়ে সুপারভাইজারের সঙ্গে যাত্রীদের তর্কাতর্কি হয়। এ সময় তাঁর স্বামী এগিয়ে গিয়ে এমন প্রতারণার প্রতিবাদ করেন। তিনি হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানোর হুমকি দেন। 

এতে ক্ষিপ্ত হয়ে সুপারভাইজার সৈকতকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে চালক বাসের গতি বাড়িয়ে দেন। এ তথ্য জানিয়ে হুমনা আরও বলেন, বাসটির গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার স্বামী ছিটকে নিচে পড়েন। বাসটির চাকার ধাক্কায় তাঁর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান। স্বামী হত্যার বিচার দাবি করে তিনি জানান, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করবেন। 

হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পুলিশ সুপার মো.

শহিদ উল্লাহ বুধবার সন্ধ্যায় বলেন, হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করলেও চালক, হেলপার, সুপারভাইজার পালিয়ে গেছেন। ঢাকা-বগুড়া রুটের বাসটির বৈধ রুট পারমিট আছে কিনা, তা জানা যায়নি। ইতোমধ্যে সৈকতের মরদেহ সলঙ্গা থানায় বুঝিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে। তাঁর স্ত্রী বাদী হয়ে সেখানেই মামলা করবেন। 

সিরাজগঞ্জ বিআরটিএর পরিদর্শক হাফিজুল ইসলামের ভাষ্য, এইচ কে ট্রাভেলসের ওই বাসটি নিটল মটরস ও এক্সিম ব্যাংকের নামে ২০০৮ সালে নিবন্ধন করা হয়। বাসটির ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স, ইন্স্যুরেন্সসহ অন্যান্য কাগজ ১৬ বছরেও নবায়ন করা হয়নি। তারা এই মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে দু’দিন ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ন হত

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ঢাকার প্রার্থী যারা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

যে আসন থেকে লড়বেন তারেক রহমান

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঢাকার প্রার্থী যারা
ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ