শাকিবের ‘তাণ্ডব’-এ বাজিমাৎ করলেন নিশো-সিয়াম!
Published: 8th, June 2025 GMT
ঈদ আর শাকিব খান—এ যেন এখন এক অটুট সমীকরণ। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব অভিনীত ‘তাণ্ডব’ যেন সেই প্রমাণই দিল আবারও। দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে চলছে হাউজফুল শো, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার জোয়ার।
তবে চমক এসেছে অন্যখান থেকেও—ছবির ক্যামিও চরিত্রে হাজির হয়ে রীতিমতো বাজিমাৎ করেছেন ছোটপর্দা ও ওটিটি জনপ্রিয় দুই তারকা, আফরান নিশো ও সিয়াম আহমেদ। দর্শকদের অনেকেই মন্তব্য করছেন—"শাকিব তো ছিলেনই দুর্দান্ত, তবে মেন অব দ্য ম্যাচ নিঃসন্দেহে নিশো ও সিয়াম!"
নিশোর অনবদ্য সংলাপ, সিয়ামের ভিন্নধর্মী লুক—সব মিলিয়ে পর্দায় তাদের ক্ষণিক উপস্থিতিও যেন রীতিমতো আলোড়ন তুলেছে।
আরো পড়ুন:
শাহরুখের ঘড়ির মূল্য কারো এক জীবনের স্বপ্ন
মায়ার কারণে কোরবানির পর গরুর মাংস খেতে পারিনি
ছবিটি মুক্তির পরই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবজুড়ে ছড়িয়ে পড়েছে দর্শকের উচ্ছ্বাস। এই অভাবনীয় প্রতিক্রিয়ায় নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর ছুটে গেছেন বিভিন্ন সিনেমা হলে—দর্শকের ভালোবাসা চোখে দেখার আশায়।
পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স—দুটো জায়গাতেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটা যেন একক পর্দার হল!”
‘তাণ্ডব’–এর আগাম টিকিট ঈদের প্রথম তিন দিনের জন্য প্রায় শেষ। শুরুর দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে ৩৫-এ উন্নীত করা হচ্ছে।
প্রযোজক শাহরিয়ার শাকিল বলছেন, “১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতেই মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। প্রথম দিনের প্রতিক্রিয়ায় আমরা অভিভূত। আশাকরি এটি সিনেপ্লেক্স ইতিহাসে সর্বোচ্চ শো-এর সিনেমা হবে।”
শাকিব, নিশো, সিয়াম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, ডা.
ঢাকা/রাহাত/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক