সন্ধ্যার আগে যেন ঢল নামল মানুষের। গমগম করছে পতেঙ্গা সৈকতের পাড়। কেউ হাঁটছেন খালি পায়ে, ঢেউয়ের গা ঘেঁষে; কেউ বসে আছেন পাথরে—চোখে ঢেউ আর আকাশের নীল বিস্তার। ঈদুল আজহার তৃতীয় দিন আজ সোমবার বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে গিয়ে এ দৃশ্য দেখা গেল।

টুকটুকে লাল রঙের বেলুন, মুখে ফুচকার ঝাল—শিশুরাই যেন উৎসবকে সঙ্গী করে এসেছিল। দেখা গেল, ছোট ছোট পায়ে শিশুরা দৌড়াচ্ছে বালুর ওপর, কেউ পা ডুবিয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে, কেউ আবার বাবার কাঁধে চেপে সমুদ্র দেখছে।

নগরের পোশাক কারখানায় কাজ করা দম্পতি মোহাম্মদ ফারুক ও নাসরিন আক্তার এসেছিলেন তাঁদের ছেলে সাফোয়ানকে নিয়ে। নাসরিন বলছিলেন, ‘সারা বছর ছেলের দিকে ভালোভাবে তাকানোরও সময় পাই না। সারা দিন কাজে চলে যায়। ঈদের ছুটি বলে আজ ওকে নিয়ে একটু ঘুরতে এলাম। অবশ্য গতকালও চিড়িয়াখানায় গিয়েছি। ছেলে তো খুশিতে দৌড়াদৌড়ি করছে।’

চার বান্ধবী সেলফি তুলছিলেন গোধূলির আলোয় ভিজে। তাঁরা এসেছেন ফয়’স লেক ঘুরে, সন্ধ্যায় যাবেন কর্ণফুলী নদীতে নৌকাভ্রমণে। জান্নাতুন নাঈম নামের এক দর্শনার্থী বলেন, ঈদের ছুটি শেষে পড়াশোনার ব্যস্ততা শুরু হবে। তাই মনভরে ঘোরাঘুরি করে নিচ্ছেন।

সৈকতের পাথরে বসে কেউ কেউ গিটারে সুর তুলেছেন। সেই দলে থাকা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী মোস্তাকিম বললেন, ‘বন্ধুদের সঙ্গে এমন একটা বিকেল না কাটালে ঈদের মানেই থাকে না। গিটার বাজিয়ে, সমুদ্র দেখে, গল্প করে সময় কাটছে।’

সৈকতে বিক্রি হচ্ছিল ঝিনুকের মালা, কাঠের নৌকা, রঙিন পুঁতির গয়না, বিভিন্ন পোশাক। আবদুর রহমান নামের এক দোকানি হাসতে হাসতে বললেন, ‘ঈদের সময়েই তো আসল বিক্রি।’ সৈকতের সঙ্গে লাগোয়া আউটার রিং রোড ধরে এগোলে দূর থেকে দেখা যায়, জেলেদের মাছধরা নৌকা ঠাঁই দাঁড়িয়ে আছে। পাখি উড়ছে। মোড়ে মোড়ে চা-নাশতার দোকানেও ভিড়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা

বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।

ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।

ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।

শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’

প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত

সম্পর্কিত নিবন্ধ