মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় নিহত ১
Published: 10th, June 2025 GMT
মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় ইয়াসিন (৩২) নামে একজন নিহত হয়েছে। মোহাম্মদ ফয়সাল হোসেন (৩৬) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ ইয়াসিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমুর বটতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে। আহত মোহাম্মদ ফয়সাল হোসেন একই জেলার সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে।
সোমবার (৯ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় কুমিল্লামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোহাম্মদ ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কামাল হোসেন নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে করে সোমবার মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে দুই বন্ধু ঘুরতে বের হন। মোটরসাইকেলটি মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘‘সোনার বাংলা ট্রাভেল নামের (ঢাকা মেট্রো ব-১২-১৯১০) একটি বাস মোটরসাইকেলটির পিছনে ধাক্কা দেয়। এঘটনায় একজন নিহত হয়েছে। আমরা ঘাতক বাসটি জব্দ করি, পাশাপাশি দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা নিয়ে আসি।’’
এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/রতন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ