সুনামগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১০
Published: 11th, June 2025 GMT
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি বিয়ে বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) রাত ১টার দিকে উপজেলার ভীমখালি ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে ঘটনাটি ঘটে। বুধবার (১১ জুন) জামালগঞ্জ থানার এসআই সুমন দেব এ তথ্য জানান।
স্থানীয়রা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের হাজী আব্দুস সাত্তারের ভাই আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল আজ বুধবার। বিয়ে উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে আব্দুল কদ্দুসের বাড়িতে স্বজনরা আসতে শুরু করেন। রাতে রান্নার কাজ করছিলেন তারা। রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে একদল লোক বিয়ে বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
আরো পড়ুন:
বিরোধ মীমাংসার পরই হামলা, কৃষকদল ও ছাত্রদলের নেতাসহ আহত ৭
ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের উপর হামলা
হামলায় অন্তত ১০ জন আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জামালগঞ্জ থানার এসআই সুমন দেব বলেন, “আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ঘটনার বিষয়ে জানার চেষ্টা করি। এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ
এছাড়াও পড়ুন:
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
মারা যাওয়া কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয়দের বরাতে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, রিয়াদ ও রওনক সকালে মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রবিউল/মাসুদ