গুগল সার্চে আসছে অডিও ওভারভিউ, যে সুবিধা পাওয়া যাবে
Published: 15th, June 2025 GMT
গুগল তাদের সার্চ ব্যবস্থায় ‘অডিও ওভারভিউ’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এ সুবিধা চালু হলে গুগল সার্চের বিভিন্ন ফলাফলের সারাংশ অডিও আকারে শুনতে পারবেন। এর ফলে কাজের ফাঁকে বা পথ চলতে চলতে ফোনের পর্দায় চোখ না রেখেই অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে।
গুগলের তথ্যমতে, ব্যবহারকারীদের অনুসন্ধানের ফলাফল পর্যালোচনা করে ৩০ থেকে ৪৫ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত অডিও ক্লিপ তৈরি করবে অডিও ওভারভিউ, যা পডকাস্টের মতো করে শোনা যাবে। অডিওর পাশাপাশি বর্তমানের মতো যন্ত্রের পর্দায় প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংকও দেখা যাবে। ফলে চাইলে বিস্তারিত তথ্য পড়া বা যাচাই করা সম্ভব হবে।
গুগল জানিয়েছে, অডিও ওভারভিউর অডিও ক্লিপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভার্চ্যুয়াল উপস্থাপকের কণ্ঠ শোনা যাবে। মানুষের মতো কথোপকথনের ভঙ্গিতে সার্চ ফলাফলের সারাংশ উপস্থাপন করায় ব্যবহারকারীরা সহজেই তা বুঝতে পারবেন। শুধু তা–ই নয়, অডিও প্লেয়ারের ইন্টারফেস রাখা হয়েছে সহজ ও সরল।
অডিও ওভারভিউর অডিও প্লেয়ারে প্লে ও পজ বাটনের পাশাপাশি শব্দনিয়ন্ত্রণের অপশন ও দ্রুত মিউট করার সুবিধা থাকবে। এ ছাড়া চাইলেই নিজেদের প্রয়োজন অনুযায়ী অডিওর গতি কম বা বেশি করা যাবে। তাই নতুন এ সুবিধা গুগলের সার্চ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলবে বলে আশা করছে গুগল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল