শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশালের আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (১৬ জুন) এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আলিমাবাদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.

মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বদ্ধ জলাশয়, টবে জমা পানি, নর্দমা নিয়মিত পরিস্কার করতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ডেঙ্গু মুক্ত হতে প্রত্যেকে নিজ উদ্যোগে স্ব স্ব বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত করতে ভূমিকা রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।”

তিনি আরো বলেন, “বিগত বছরগুলোতে ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাবের সময় অসদুপায়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে অনেকেই প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে আমাদের রক্ষা করতে।”

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

সভায় ক্যাম্পাস পারিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

ঢাকা/পলাশ/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ