শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশালের আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (১৬ জুন) এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন আলিমাবাদ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.

মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বদ্ধ জলাশয়, টবে জমা পানি, নর্দমা নিয়মিত পরিস্কার করতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ডেঙ্গু মুক্ত হতে প্রত্যেকে নিজ উদ্যোগে স্ব স্ব বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডেঙ্গু মুক্ত করতে ভূমিকা রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।”

তিনি আরো বলেন, “বিগত বছরগুলোতে ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাবের সময় অসদুপায়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে অনেকেই প্রতারণার মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে আমাদের রক্ষা করতে।”

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের আরো সচেতন হতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”

সভায় ক্যাম্পাস পারিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

ঢাকা/পলাশ/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ